শুরু করা যাক টপ বার থেকে।
ড্রাফট: এটা পুরোনো ড্রাফট অপশন। এটা ক্লিক করে আপনার পোস্ট ড্রাফট করে রাখতে পারেন।
প্রিভিউ: এটাও পুরোনো প্রিভিউ অপশন।
বোল্ড: বোল্ড লিখতে হলে দিয়ে শুরু করুন এবং দিয়ে শেষ করুন।
ইটালিকস: ইটালিকস লিখতে হলে দিয়ে শুরু করুন এবং দিয়ে শেষ করুন।
আন্ডারলাইন: আন্ডারলাইন লিখতে হলে দিয়ে শুরু করুন এবং দিয়ে শেষ করুন।
ছবি: এটা মুলত আপনার আগের কোন ছবি যদি ব্যবহার করতে চান, অথবা বাইরের কোন ছবি পোস্ট এ এড করতে চান, তার জন্য। এই ট্যাগের সাহায্যে আপনি ইমেজ এড করতে পারেন। image url এর জায়গায় আপনার ছবির ইউ,আর, এল টা দিবেন।
লিংক: আপনি লিংক দিতে চাইলে এই ট্যাগটি ব্যবহার করতে পারেন। link title , তাছাড়া আপনি যদি কোন url দেন, কিন্তু লিংক দেননি, তাহলে অটোমেটিক লি ওটা লিংক হবে।
ইউটিউব: ইউটিউব এর কন্টেন্ট দিতে চাইলে এই ট্যাগটি ব্যবহার করুন,
স্মাইলি: স্মাইলি মোটামুটি সবই আছে। নিজেই ট্রাই করে দেখুন।
অন্যান্য ফিচার: আরো সুবিধার মাঝে আছে ইউনিকোড কনভার্টার ও আনডু কনভার্ট।
ছবি আপলোড ও পোস্ট এ যুক্ত করা: আপনি চাইলে এখন ছবি আপলোড করে পোস্ট এর যে কোন জায়গায় এড করতে পারেন। রাইট প্যানেল এর ডানে ছবি যুক্ত করুন এ ছবি দেয়ার জন্য ক্লিক করুন। ছবি সিলেক্ট হলে আপলোড বাটন চাপুন। আপলোড হয়ে গেলে ছবিটি দেখাবে এবং আপনি যদি ছবির উপর ক্লিক করেন তাহলে দেখবেন ৪ টি অপশন দিবে। যার ২য় টি হলো ইনসার্ট। এটা ক্লিক করলে আপনার কার্সর পজিশনে ছবির জন্য একটা কোড বসে যাবে।
বি:দ্র: আপনি কমেন্টেও এইসব কিছু করতে পারবেন।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৫