ইরানের মাযদাক (জন্ম ৪৮৭ খ্রিঃ) নামক এক ব্যক্তি তত্ত্ব দিয়েছিলেন যে, যেহেতু দুনিয়ার সকল মানুষ অভিন্নভাবে জন্মগ্রহন করেছে সেহেতু প্রত্যেকেরই অপরের মালিকানায় সমভাবে অধিকার রয়েছে। তার এই তত্ত্বের অনুসারীরা চুরিকে অন্যায় মনে করতনা। ফলাফল হল এই যে সমাজে অরাজকতা এবং বিশৃংখলা ছড়িয়ে পড়ল। মনে হচ্ছে এখনো সমাজে বিশৃংখলা ছড়িয়ে পড়ুক এমন অনেক গোষ্ঠীই দারুণভাবে সক্রিয় রয়েছেন। তারা বিভিন্ন অন্যায় কাজকে পূণ্যের কাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। সম্প্রতি একটি মোবাইল কোম্পানীর বিজ্ঞাপন দেখে অন্তত তা-ই মনে হলো। মনে হলো তারা প্রতারণাকে কোনো অন্যায় মনে করছেননা এবং তরুণদের প্রতারণা করতে শিখাচ্ছেন ও উৎসাহিত করছেন। অনেক পাঠকই হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমি ম্যাজিক ভয়েসের কথা বলছি। ম্যাজিক ভয়েস হলো এমনই এক সেবা যার মাধ্যমে ছেলের গলাকে অন্য প্রান্ত থেকে মেয়ের গলার মতো শোনাবে বা মেয়ের গলাকে শোনাবে ছেলের মতো। অবাক ব্যাপার হলো মোবাইল কোম্পানীটি তাদের বিজ্ঞাপনে দেখাচ্ছে, একটি ছেলে একটি মেয়ের অভিভাবককে গলা পরিবর্তনের মাধ্যমে প্রতারিত করে মেয়েকে বাসা থেকে বের করে আনছে। কিন্তু পরবর্তীতে তারা দেখালো মেয়েটি আসলে একটি মহৎ কাজের ডাকে সাড়া দিতে বের হয়েছিল। কিন্তু আসলে সামন্য বুদ্ধি দিয়েই আমরা বুঝতে পারি যে, তারা বিজ্ঞাপনে যেভাবেই দেখাক না কেন এ ধরনের একটি সেবা মূলত কোন মহৎ কাজে ব্যবহৃত হবেনা। এটি মূলত কি উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে সে ব্যাপারে বিভিন্ন ই-মেইল গ্রপে একটি মন্তব্য চোখে পড়েছে যা এরকম: The objective is to deceive primarily girls and those guardians who want to oversee the behavior of their young girls/ boys. What we can call this except deception, cheating and fraud. This will surely harm girls who will unwittingly get involved in undesirable relationships .This will also help cheat guardians. Should such action or program of mobile companies (some mobile sets have also inbuilt facility like this) be condoned.? I ask the government to take action against all these companies.
লেখক ঠিকই বলেছেন। প্রকৃতপক্ষে এটি ধোকা, প্রতারণা এবং এটি ব্যবহৃত হবে মেয়েদের বা তাদের অভিভাবকদের প্রতারণার কাজে। এবং অভিভাবকদের ধোকা দিয়ে একটি মেয়েকে বাসা থেকে বের করে অানাটা নিশ্চয় কোনো মহৎ কাজ হতে পারেনা। এতে মূলত মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হবে। নৈতিকতা বিপর্যস্ত হবে। আমাদের যাদের কন্যা সন্তান আছে, আমরা কী কখনই চাইব আমাদের ধোকা দিয়ে মেয়েকে বাসা থেকে বের করে নিয়ে যাবে কোনো ছেলে? তাহলে এ ধরনের সেবা একটি কোম্পানী কিভাবে চালু করতে পারে আর কীভাবেই বা ঘটা করে এ ধরনের নোংরা ব্যাপার নিয়ে বিজ্ঞাপন দিতে পারে। আরো আশ্চর্য ব্যাপার হলো বেশ কিছু মোবইল সেটেও স্বর পরিবর্তনের সুবিধাটি রয়েছে। সেটের অপশন হিসেবে এটি রাখা কতটুকু প্রয়োজনীয়? আর যদি প্রয়োজনীয় না-ই হয় এর অপব্যবহারের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্থ হবে তাদের দায় কী ঐসমস্ত কোম্পানীগুলো বহন করবে?
এটি যে শুধু নৈতিক অবক্ষয়, সন্দেহ তৈরী এবং বিশৃংখলা সৃষ্টি করবে তা-ই নয়। ক্রিমিনালরাও এধরনের একটি অপ্রয়োজনীয় সেবার সুযোগ গ্রহন করতে পারে। কারণ অপরাধকর্ম সফলভাবে করার ক্ষেত্রে কাউকে ধোকা দেয়ার কাজে এটি দারুণ সহায়ক হতে পারে।
অনেক ভেবেও এর সত্যিকার কোন প্রয়োজনীতা খুজে বের করা কঠিন। বরং এর নৈতিক ও সামাজিকভাবে ক্ষতিকর ব্যবহারের সম্ভাবনা শতভাগ। কন্ঠ পরিবর্তনের এমন একটি ক্ষতিকর সেবা বন্ধ করার জন্য সবারই কন্ঠ উচু করা উচিত।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১২ ভোর ৪:২১