
সন্তানের লিঙ্গ নির্ধারণে প্রভাব ফেলে খাবার! শুনতে আশ্চর্য লাগছে? হয়তো তা-ই। তবে নতুন একটি গবেষণায় এমনই দাবি করা হয়েছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষণায় বলা হয়, গর্ভাবস্থার শুরুর দিকে নারীদের খাবার সন্তানের লিঙ্গ নির্ধারণে শুধু প্রভাবই ফেলে না, সন্তানের স্বাস্থ্য কেমন হবে, তা-ও নির্ধারণ করে। গবেষকেরা দাবি করেছেন, গর্ভাবস্থার প্রথম দিকে প্রতিদিন সকালে পেটপুরে ভালো নাশতা ও চর্বিযুক্ত খাবার খেলে পুত্রসন্তান হওয়ার সম্ভাবনা থাকে বেশি। অন্যদিকে, যাঁরা কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করেন এবং বেশি সময় না খেয়ে থাকেন, তাঁদের কন্যাসন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
মিসৌরি বিশ্ববিদ্যালয়ের শেরিল রোজেনফেল্ড বলেন, ‘নারীরা বেশি ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করলে ছেলে ও কম ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে।’ দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে আজ সোমবার দ্য টাইমস অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে। সূত্র: