
এই বিরল ঘটনা তখনই সম্ভব, যখন দুটি ‘ডিম্বানু' সৃষ্টি হয় এবং প্রজননের সময় একের অধিক পুরুষের সঙ্গে সঙ্গমের ঘটনা ঘটে
না, আক্ষরিক অর্থে সন্তান দুটির জন্ম দিয়েছেন এক পোলিশ মহিলা৷ একটি মেয়ে, একটি ছেলে৷ তবে একই গর্ভে ধারণ করা ঐ যমজ ভাই-বোনের পিতৃ-পরিচয় কিন্তু আলাদা৷ অবাক হচ্ছেন ? হবারই কথা৷ কারণ, পৃথিবীতে এরকম ঘটনা যে মাত্র সাতবার ঘটেছে!

ঘটনাটা এরকম : পোলিশ ঐ জননী যে সময় গর্ভধারণ করেন, সে সময় স্বামী ছাড়াও অন্য আর এক পুরুষের সঙ্গে তাঁর নাকি যৌন সম্পর্ক ছিল৷ একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলে - কে বাবা, তা নির্ধারণ করা নিয়ে সমস্যা দেখা গেলেও, বাবা যে দুজনই - এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না৷
এক্ষেত্রে এমনটাই হয়েছে৷ তবে সেই সত্যও প্রতিষ্ঠিত হয়েছে মায়ের অজান্তে৷ সন্তান জন্ম দেওয়ার পর, মা নিজের মুখেই বলেছিলেন, তাঁর যমজ সন্তান দুটি তাঁর স্বামীর নয়, বরং প্রেমিকের ঔরসে জন্ম নিয়েছে৷ একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলেও -বাবা দুজনই - এমন ঘটনা সচরাচর দেখা যায় নাBildunterschrift: একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলেও -বাবা দুজনই - এমন ঘটনা সচরাচর দেখা যায় না একথা বলে, স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদেরও সিদ্ধান্ত নিয়েছিলেন ঐ পোলিশ সুন্দরী৷ শুধু তাই নয়, সন্তান যে স্বামীর নয়, সেটা প্রমাণ করতে ডিএনএ পরীক্ষাও করান তিনি৷ কিন্তু, গল্প এখানেই শেষ হয় না৷
ডিএনএ পরীক্ষায় জানা যায়, সদ্যোজাত নারী শিশুটির বাবা তাঁর প্রেমিক হলেও, ছেলেটি কিন্তু তাঁর স্বামীর ঔরসেই জন্মেছে৷ পোলিশ টেলিভিশন ‘টিভিএন ২৪' জানায়, এহেন ঘটনা অত্যন্ত বিরল৷ আর সেটা তখনই সম্ভব, যখন একটির জায়গায় দুটি ‘ডিম্বানু' সৃষ্টি হয় এবং প্রজননের সময় একের অধিক পুরুষের সঙ্গে সঙ্গমের ঘটনা ঘটে৷ এই বিরল ঘটনা তখনই সম্ভব, যখন দুটি ‘ডিম্বানু' সৃষ্টি হয় এবং প্রজননের সময় একের অধিক পুরুষের সঙ্গে সঙ্গমের ঘটনা ঘটে
না, আক্ষরিক অর্থে সন্তান দুটির জন্ম দিয়েছেন এক পোলিশ মহিলা৷ একটি মেয়ে, একটি ছেলে৷ তবে একই গর্ভে ধারণ করা ঐ যমজ ভাই-বোনের পিতৃ-পরিচয় কিন্তু আলাদা৷ অবাক হচ্ছেন ? হবারই কথা৷ কারণ, পৃথিবীতে এরকম ঘটনা যে মাত্র সাতবার ঘটেছে!
ঘটনাটা এরকম : পোলিশ ঐ জননী যে সময় গর্ভধারণ করেন, সে সময় স্বামী ছাড়াও অন্য আর এক পুরুষের সঙ্গে তাঁর নাকি যৌন সম্পর্ক ছিল৷ একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলে - কে বাবা, তা নির্ধারণ করা নিয়ে সমস্যা দেখা গেলেও, বাবা যে দুজনই - এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না৷
এক্ষেত্রে এমনটাই হয়েছে৷ তবে সেই সত্যও প্রতিষ্ঠিত হয়েছে মায়ের অজান্তে৷ সন্তান জন্ম দেওয়ার পর, মা নিজের মুখেই বলেছিলেন, তাঁর যমজ সন্তান দুটি তাঁর স্বামীর নয়, বরং প্রেমিকের ঔরসে জন্ম নিয়েছে৷ একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলেও -বাবা দুজনই - এমন ঘটনা সচরাচর দেখা যায় না। একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলেও -বাবা দুজনই - এমন ঘটনা সচরাচর দেখা যায় না একথা বলে, স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদেরও সিদ্ধান্ত নিয়েছিলেন ঐ পোলিশ সুন্দরী৷ শুধু তাই নয়, সন্তান যে স্বামীর নয়, সেটা প্রমাণ করতে ডিএনএ পরীক্ষাও করান তিনি৷ কিন্তু, গল্প এখানেই শেষ হয় না৷
ডিএনএ পরীক্ষায় জানা যায়, সদ্যোজাত নারী শিশুটির বাবা তাঁর প্রেমিক হলেও, ছেলেটি কিন্তু তাঁর স্বামীর ঔরসেই জন্মেছে৷ পোলিশ টেলিভিশন ‘টিভিএন ২৪' জানায়, এহেন ঘটনা অত্যন্ত বিরল৷ আর সেটা তখনই সম্ভব, যখন একটির জায়গায় দুটি ‘ডিম্বানু' সৃষ্টি হয় এবং প্রজননের সময় একের অধিক পুরুষের সঙ্গে সঙ্গমের ঘটনা ঘটে৷
Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ১:৪৪