এই লিখাটা আমার মতামত। উনার যে লিখাটা আমি এখানে রেফারেন্স হিসেবে দিচ্ছি। যারা এই লিখাটা আসল পড়েছেন । ঐ লেখার নাম বা লিংটটা দিলে আমি কৃতার্থ থাকবো। আমি অনেক দিন আগে পড়েছিলাম । বইটার নাম কিছুইতেই মনে করতে পারছি না।ঐ বইয়ের কিছু কথা আমার মনে দাগ কেটে যায় ।আজ শ্যামল ছায়া সিনেমা দেখতে গিয়ে মনে পড়ে। তাই এই লিখাঃ
একটু আগে শ্যামল ছায়া সিনেমাটা দেখতে বসলাম। মিনিট পাচেক দেখিছি। পাচ মিনিট নিতে অনেক কষ্ট হয়ে গেছে।ভাবা যায় এই সিনেমা আমি আগে তিনবার দেখিছি। ১ বার নয় তিন তিনবার।
সিনেমার প্রসঙ্গ বাদ দেই।
হুমায়ুননামা নিয়ে দুই কথা বলি।
এক সময় আমি কতো হুমায়ুন ভক্ত ছিলেম এই কথা আমার সহচার্যে যারা ছিল তারা বলতে পারবে। অনেকের কাছেই হিমু নামে সমাদৃত হতাম
তার এক লেখায়।। তার প্রতি আমার মোহভঙ্গ হয়।
ঐ লেখা থেকে কৃয়দ অংশ আজ লিখবো
এখন আষাঢ় মাস।(১৯৭১ সাল) বাহিরে ঝিরঝির বৃষ্টি। আজ ক্লাস নেই। ( খেয়াল করবেন ক্লাসের কথা বলছে)
আমি মহসিন হলের দুতালায়। ( মহসিন হল ঢাকা বিশ্ব)
একদিন ক্লাস হয়। আবার আরেকদিন হয়না।
বৃষ্টি দেখে আজ মনে হচ্ছে খিচুড়ি খেলে মন্দ হয়না। একরুম মেট পাশের রুম থেকে ওমুক ভাইয়ের ভাংগাচোরা একটি স্টুভের ব্যবস্থা করেছে।
চাল, ডাল, নুন সাথে আলু দিয়ে আমরা স্টুভে খিচুড়ি চড়িয়েছি। কেরোসিনের স্টুভে।আমাদের সাথে পাশের রুম থেকে আরো জনাতিনেক যোগ দেয়। পাশের রুমের একজন ( আমার নাম মনে নেই) উনিও আসলেন।উনি আবার রাজনীতি করেন।উনাকে কমরেড বলে ডাকে সবাই।আমিও ডাকি কমরেড দা বলে।( এবার আপনারা একটু খেয়াল করেন। ১৯৭১ সালে দেশে মুক্তিযুদ্ধ চলছে।আর উনি ক্লাস করছেন ঢাবিতে।দেশে যুদ্ধ চললে ঢাবিতে ক্লাস চলে কিভাবে? উনার কথা মানলে দেশে কোনো যুদ্ধ হয়নি। যুদ্ধ হলে মানুষের খিচুরি খাওয়ার এইরকম ক্যাবিক শখ কি করে হয়?
উনার এই লিখায় মহান মুক্তিযুদ্ধ কে খাটো করা হয়।শুধু খাটো করা হয়নি চরমভাবে খাটো করা হয়েছে। অথবা উনি পাকিদের সুবিধাভোগী ছিলেন। উনাকে নিশ্চয়তা দেওয়া হয়ছে তুমি আমাদের সহযোগিতা করো।
এবার আসি কেন আমি শ্যামল ছায়া ৫ মিনিটের বেশি দেখতি পারিনি।
শ্যামলছায়ার শুরুতেই দেখবেন বলবে।১৯৭১ সালে। আষাঢ় মাস।ঝিরঝির বৃষ্টি দেখাবে।দেশে যুদ্ধ চলছে।কোনো এক গ্রামে।ব্লা ব্লা।।।।
উপরের বাস্তব ঘটনা জানলে কার এই রকম কল্পনার সিনেমা দেখতে মন চাইবে?
এখন কোনটি বিশ্বাস করবো?
উনার বাস্তব নাকি উনার কল্পনা?
কোনটি?
নিজের কাছে নিজেই লজ্জিত।তাদের মুক্তিযুদ্ধ ব্যবসায়ের পণ্যের ভালো খরিদার ছিলেম বলে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮