ও হ্যা আপনারা কি যেন বলছিলেন?
হ্যা মনে পড়ছে।
রাজনীতিতে গুনগত পরিবর্তন আসবে।
তাইতো আপনারা রাজনীতি রাজনীতিবিদের হাতে না দিয়ে। যে কোন দিন একটি মিছিল করেনি।রোদে পুড়ে সমাবেশে আসেনি। সঠিক কথা বলতে গিয়ে পুলিশের দাবড়ানি খায়নি।কর্মীদের সাথে কথা বলেনি। জেল খাটাতো দূরপরাহত।
যারা দিনকে দিন রাজনীতি করতে করতে জীবন শেষ করেদিল। তারা কোনো গুনগত মান নেই? নিজেদেরও কি কোনো মান নেই।
নিজেদের কালিমা ধামাচাপা দেওয়ার জন্যেই নতুন নতুন নাটকের স্ক্রিপ্ট লিখে চলছে,। আর আমরা সেই নাটক দেখতে দেখতে ক্লান্ত তো হচ্ছিই না বরং দেখতে চাই কত নাটক করতে পারে।
জনগণ যখন অশিক্ষিত, অর্ধশিক্ষিত থাকে তখন শাসকগোষ্ঠী এইরকম সেলিব্রেটিদের দাড় করিয়ে দেয়। জনগণের তখন গর্বিত হয় এই সেলিব্রেটিকে পেয়ে।দেশ কই গেল সেসব ভাবার দরকার নেই। কারণ রাজা চুদির ভাই বললেই আমরা খুশি। বগলে হাত দিয়ে পু পু আওয়াজ করি। আমি রাজার চুদির ভাই
আমি রাজার চুদির ভাই।
হ্যা তোমাকে বলছি তুমি এই চুদির হতে পারো। এই ভাই নিয়ে তুমি গর্বিত হতে পারো আমরা নই। কারণ আমরা অশিক্ষিত আর অর্ধশিক্ষিত মাথা বন্ধক রেখে চলিনা।
সত্য কথা বললে কেউ কুলাংগার হয়না।
এই আপনি আজ মাশরাফি আপনার দলের টিকেট কাটনে রাজনীতিতে গুনগত মান আসবে। যদি আজ এই মাশরাফি যদি আপনাদের বিরুদ্ধে যেতো পারতেন বলতে রাজনীতে গুনগত মান আসবে?
পারতেন না। হলপ করে বলতে পারি। আজ যেমন কিছু মানুষ মাশ্রাফি কে গালি দিচ্ছে। বলছে বেইমান।
আপনার গালিও তারচেয়ে ভালো হতো না। এরচেয়ে জগণ্য হতো।আর এতোক্ষণে বেড়িয়ে যেতো মাশরাফির খালুর নানা শুশুরের বেয়াই রাজাকার।
তার মানে মাশরাফিও রাজাকার। আপনিই বলতেন।
আমরা বলি নাই আই হেট পলিটিক্স। আপনারাই বলেন।
আমরা বলি I hate MP without politics.
যারা কিছুদিন আগে বলতো আই হেট পলিটিক্স তারাই আজ এমপি হতে চাচ্ছে।কারণ একটাই এমপি হতে গেলেতো আর এখন জনগণের ভোট লাগে না।ভোট লাগলে দেখা যেতো,,,তখন কয়জন এই লাইনে থাকে।।ভেজা কাপড় অনেক ওজন।। চিপা দিলে কাপড় ছাড়া আর কিছুই থাকে না।এই আওয়ামী লীগের এইরকম একটি চিপায় পড়েছিল #৭৫ এ। তখন কাপড় থেকে যেমন পানি সরে।। একদম ত্যানা ত্যানা।
১৯৭৮ সালে আওয়ামীলীগের অফিসে বিদ্যুৎ বিলের টাকা ছিল না। আব্দুর রাজ্জাক সাহেব মোমবাতি জ্বালিয়ে অফিসে বসে থাকতেন।।আর কাউকেই তেমন দেখা যেতো না।।।আওয়ামীলীগ করতো ভুল করেও মুখে উচ্চারণ করতো না,,যদিও মুখ ফুসকে বলে ফেলতো,,, সাথে সাথে,, গালে থাপ্পড় দিয়ে বলতো তওবা তওবা,,,আমি আওয়ামীলীগ করি নাই।।এই লোকগুলোই পচাত্তোরের আগে ছিল। গরম আওয়ামীলীগ।
এইরকম গরম আওয়ামীলীগ আপনি হতে পারেন। আমরা নই।আমরা যখন ছিলেম তখন দল ক্ষমতায় ছিল না। আজ দল ক্ষমতায় আমরা নাই। কারণ ক্ষমতার হালুয়া রুটি আপনাদের পেটে হজম হতে পারে, আমাদের নয়।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬