১০.১২.২০১১;রাত ৩.০০টা। সমগ্র ফুটবল বিশ্ব তাকিয়ে আছে আরেকটি ধ্রুপদী ফুটবল লড়াই এর অপেক্ষায়। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ-যে ম্যাচকে ডাকা হয় এল ক্লাসিকো নামে। আমি বলতে গেলে বার্সার হার্ডকোর সাপোর্টার; পারতপক্ষে কোন ম্যাচই মিস করিনা। তাই এই ম্যাচের উত্তেজনায় সাতদিন আগে থেকেই আমার নাওয়া খাওয়া বলতে গেলে বন্ধ। এবার লীগে রিয়াল এখনো পর্যন্ত বার্সা থেকে এগিয়ে আছে,প্লাস খেলাটা রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। কোন সন্দেহ নেই রিয়াল অনেক বড় একটা অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নামবে। কিন্তু সাম্প্রতিক ইতিহাস কিন্তু বলে রিয়ালকে সামনে পেলে বার্সা আরো জ্বলে ওঠে,তাদের সেরাটা উজার করে দেয়। এই ম্যাচকে নিয়ে আমার চিন্তাভাবনা থেকেই আমি আমার নিজস্ব একাদশ সাজিয়েছি; সেটা হয়তো অন্য কারো ভাবনার সাথে মিলবেনা, তবে আমি আমার একাদশ এবং তার ব্যাখ্যা তুলে ধরছি।
আমি বার্সাকে ৪-৩-৩ ছকে খেলাতে চাই। এই সিজনে বার্সা কয়েক ম্যাচ ৩-৪-৩ ফর্মেশনে খেলেছে,তবে আমার মনে হয় মিডে চারটা প্লেয়ার খেলালে বার্সা নিজেদের স্পেস নিজেরাই নষ্ট করে। আর রিয়ালের মতো শক্তিশালী অ্যাটাকের বিপরীতে চারজন ডিফেন্ডার খেলানোই শ্রেয়।
ডিফেন্সঃ
১. পুয়েল(ক্যাপ্টেন)ঃ যদিও বয়সের জন্য গতি কমে গেছে,তবে আমি মনে করি রিয়ালের দুই উইঙ্গার-মারিয়া এবং রোনাল্ডোকে থামাতে এখনো পুয়েল বেস্ট। রিসেন্টলি এসি মিলানের সাথে ম্যাচে ইব্রাহিমোভিচ তাকে যথেস্ট ভুগিয়েছে;তবে আমি পুয়েলে আস্থা রাখছি রিয়ালের সাথে তার অতীত পারফরমেন্স দেখে।
২.পিকেঃ আমার অটোমেটিক চয়েস; ডিফেন্স থেকে মাঝমাঠ,কখনো কখনো অ্যাটাকে উঠে যাওয়া সবকিছুই করতে পারে সে। সেন্টারে খেলছে সে।
৩. দানি আলভেজ: কার্যকর ডিফেন্ডার;উইং দিয়ে অ্যাটাকেও তার জুড়ি নেই। ব্যক্তিগতভাবে এই প্লেয়ারটাকে আমার পছন্দ না,তবে টীমের সার্থে তাকেই রাখছি।
৪. আবিদালঃ ইদানিং অ্যাটাকে যত সাবলীল দেখাচ্ছে তাকে,ডিফেন্সে ততটা নয়;বেশ নড়বড়ে মনে হয়েছে কিছু ম্যাচে। ভালো বিকল্প না থাকায় তাকে দলে রাখছি।
মিডঃ
৫.বুসকেটস ঃ ডিফেন্সিভ মিড। এই পজিশনে মাচেরানোও খেলে,তবে পাসিং,কম্বিনেশন সব মিলিয়ে বুস্কেটস বেস্ট।
৬. জাভিঃ তার পজিশনে অপ্রতিদ্বন্দ্বী বিশ্বসেরা। তার কোন বিকল্প আমি ভাবিনি।
৭. সেস ফ্যাব্রিগাসঃ এই পজিশনে অনেকে ইনিয়েস্তাকে রাখবেন; আমি সেস এর উপর আস্থা রাখছি। সেস বাতাসে অনেক সাবলীল। হেড থেকে সে বেশ কিছু গোল করেছে । আর রিয়ালের মত দলের সাথে খেলতে গেলে বার্সাকে শুধু তাদের ধীরে আক্রমনে ওঠার নীতিতে চললে বিপদে পড়তে হতে পারে; লং পাস,ক্রস এবং কর্নার থেকে গোল করার চেষ্টাও করতে হবে। সেক্ষেত্রে সেস বেস্ট।
অ্যাটাকঃ
৮.মেসিঃ (বলার কিছু নেই; সত্যি বলতে কি-যোগ্যতাই নেই)
৯.ভিয়াঃ খুব একটা ভালো ফর্মে নেই এই মুহুর্তে,তবে এটা স্বীকার করতেই হবে সে বড় ম্যাচের প্লেয়ার। বিগত কয়েকটি এল ক্লাসিকো,কিংবা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার গোল আছে। তাই সে প্রথম একাদশে।
১০. কুয়েঙ্কাঃ রাইট উইং এ পেদ্রো খুব একটা ভালো খেলছেনা,তার বিকল্প ভাবতে বাধ্য হচ্ছি। কুয়েঙ্কা একেবারেই আনকোরা তরুন খেলোয়ার,যথেস্ট স্কিলফুল এবং প্রচুর সম্ভাবনাময়। একটাই আশংকা,এরকম একটা বিগ ইভেন্টের জন্য সে কতটুকু প্রস্তুত? তবে আমি একটা ঝুকি নিতে চাই তাকে প্রথম একাদশে রেখে।
সর্বশেষ;
১১.ভালদেসঃ গোলকিপার;যাকে বেশিরভাগ ম্যাচেই অলস সময় কাটাতে হয়। তবে কাল বোধহয় তার জন্য বড় ধরনের পরীক্ষা অপেক্ষা করছে।
সাবস্টিটিউট প্লেয়ারঃ
১. ইনিয়েস্তাঃ ম্যাজিকাল প্লেয়ার,অনেকটা মেসির মতই। সে যেদিন তার নিজের খেলাটা খেলে,পুরো টীমের চেহারা বদলে যায়। সেস এর সাবস্টিটিউট হিসেবে থাকবে সে।
২. থিয়াগোঃ প্রধানত মিডফিল্ডার;তবে আমি তাকে রাইট উইং এ দেখতে চাই,কুয়েঙ্কার রিপ্লেসমেন্ট হিসেবে। এই পজিশনে সে এর আগে বেশ ভালো খেলেছিলো।
৩. সানচেজঃ যেভাবে মেসির সাথে তুলনা করা হয়েছিলো,ততটা ভালো খেলা এখনো দেখাতে পারেনি। যাহোক,পরিশ্রমী স্ট্রাইকার;ভিলার রিপ্লেসমেন্ট।
৪.মাচেরানোঃ ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও পুয়েলের রিপ্লেস হিসেবে দলে রাখছি। রোনাল্ডো,মারিয়া,বেনজেমার মত গতিময় প্লেয়ারদের ঠেকাতে পুয়েল কার্যকর না হলে মাচেরানো নামবে।
যাহোক,এটা আমার নিজস্ব অবজারভেশান থেকে সাজানো দল। আমার অবজারভেশনে ভুলও থাকতে পারে। বার্সা ফ্যান হিসেবে এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশও বলা যায়।
ম্যাচের রেজাল্ট কি হবে এখনি বলা যাচ্ছেনা। মনে প্রানে চাচ্ছি বার্সা জিতুক;শিরোপা লড়াইয়ে ফিরে আসুক। তবে ফুটবল অনুরাগী হিসেবে এর থেকেও বড় চাওয়া একটা সুন্দর শান্তিপুর্ন ফুটবল ম্যাচ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৫