আমার MRP এর ভিসা পাতা একদম শেষের দিকে, এবং সামনে যে কয়েকটা ট্রিপ আছে তাতে কিছুদিনের মধ্যেই সব শেষ হবে। এই অবস্থায়, কেউ যদি আমাকে নিচের প্রশ্নের ব্যাপারে সাহায্য করতে পারেন তাহলে অনেক উপকৃত হব ! আমি
১- আমার কি আবার নতুন করে MRP এর আবেদন করতে হবে নাকি বর্তমান পাসপোর্টের এ ভিসা পাতা বাড়ানো সম্ভব ?
২- নতুন MRP নিতে হলে সেটার নম্বর কি আগেরটাই থাকবে নাকি নতুন হবে ?
৩- পাতা বাড়ানোর ব্যাপারে আবেদন এর প্রক্রিয়া কি হবে ?
আমি ডিপার্টমেন্ট অফ পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন এর ওয়েব সাইট এ খুজলাম কিন্তু ওখানে শুধু হাতে লেখা পাসপোর্টের ব্যাপারে বলা আছে !
অনেক ধন্যবাদ !
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৫