ঘুষখবর!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইয়ে, মানে একটা ব্যাক্তিগত প্রশ্ন করি, শেষ কবে ঘুষ দিয়েছিলেন? মানে ইচ্ছায়, অনিচ্ছায় কিঞ্চিত তেলপানি দেয়া লেগেছিল? পাসপোর্ট করার সময়? বিদ্যুতের ভূতুড়ে বিল সামলানোর জন্য? কলেজের সার্টিফিকেট ইংরেজী করার সময়? বাড়ি সংক্রান্ত কোন কাজে রাজউকে? নাকি বছরশেষে ইনকাম ট্যাক্সের ঝামেলা ভদ্রলোকের মত মেটানোর জন্য আপনার ট্যাক্স লইয়ার আপনাকে বলেছিল আপনার ট্যাক্স এত টাকা, আমার ফী এত টাকা আর এই টাকার ভেতরে জান ছুটানোর জন্য ট্যাক্স অফিসের খরচ এত টাকা?
ভালো লাগুক আর না লাগুক প্রতিনিয়তই বাংলাদেশের আনাচে কানাচে আমরা নানাপদে ঘুষের পাল্লায় পড়ে থাকি। আমি সহজভাবে এই প্র্যাক্টিসকে এইভাবে দেখি, মোটামুটি এমন কোন সরকারী বিভাগ নেই, যেখানে যা আইন অনুযায়ী স্বাভাবিকভাবে হবার কথা সেটি কিঞ্চিত পয়সা খরচ ছাড়াই স্বাভাবিকভাবে হয়ে যাবে, আর উলটো করে বললে এমন কোন বিভাগ নেই, যেখানে কিঞ্চিত পয়সা খরচ করলে, যা আইনে নাই, তা করে ফেলা যায়না। আর আমাদের সচ্চরিত্র জাতির বেসরকারী পর্যায়েও যে বিশাল আকারের টেবিলের তলায় টাকার লেনদেন হয় সেটিও বেশ ভীতিকর। ফলে সত্যি কথা হল, যারা সেবা দানকারী হিসেবে বিশেষ কোন সুবিধা দিতে চান না, অথবা গ্রাহক হিসেবে বিশেষ কোন সুবিধা নিতে চান না, তাদের জন্য দেশের মাটিতে অনেক সময়েই নাভিশ্বাস ওঠার অবস্থা হয়ে যায়।
আমরা জনগণ যেখানে নিয়মিত কিছু লোভী, স্বার্থপর, ধান্দাবাজ লোকের সমন্ময়ে গঠিত দুটি রাজনৈতিক দলকে উলটে পালটে আমাদের ত্রাতা হিসেবে নির্বাচিত করি, সেখানে সরকার বা রাজনৈতিকভাবে এই পরিস্থিতির থেকে উত্তরণের সুযোগ কম। আর দূর্নীতির শিকার যারা তাদের ভিন্ন ভিন্ন হয়রানীগুলোর কোন একত্রিত প্ল্যাটফর্ম বা একত্রিত কন্ঠ নেই। ফলে অবস্থা যা ছিল তাই থাকছে বছরের পর বছর। মাঝখানে কিছুদিন বিজ্ঞাপন দেখতাম র্যাবের, যে দূর্নীতির শিকার হলে rab999@yahoo.com ধরণের ঠিকানায় ইমেইল করে জানাতে, আদৌ কেউ ইমেইল করত কিনা, বা ইমেইল করে ফল পেয়েছে কিনা সেটি সম্পর্কে তেমন জানা যায়না।
আমি নিজে প্রায়ই ভাবতাম, যে ঘুষের গল্প/বিভীষিকাগুলো যদি কোন অনলাইন প্ল্যাটফর্মে সংরক্ষণ করা যেত তাহলে সেটি কোন আইন প্রয়োগকারী সংস্থার জন্য কার্যকরী টিপ হতে পারত। একই সাথে সেখানে “কি ছহি পদ্ধতি ব্যাবহার করলে” অমুক অফিসে ঘুষ দেয়া থেকে বাঁচা যাবে এই রকম বিশেষ তরিকাও দেয়া থাকবে যদি সম্ভব হয়। আর ঠিক সেই রকমেরই একটি উদ্যোগের খবর চোখে পড়ায় সেটি নিয়ে আজকে লিখছি।
দূর্নীতি আর ঘুষ বাংলাদেশের একক সমস্যা না। আমরা একসময় চ্যাম্পিয়ন থাকলেও আমাদের ভাই বেরাদেন আরো দেশও তো আছে। আমাদের প্রাক্তন জ্ঞাতি পাকিস্তান নিয়মিতই দেশে-বিদেশে ঘুষ সংস্কৃতির পথিকৃত হিসেবে নাম কুড়ানো। নিকট প্রতিবেশী ভারতের অবস্থাও সত্যি কথা বলতে খুব দূরে না। সেই ভারতেরই দুজন বিলেত ফেরত উদ্যোক্তা নিজ দেশে ফিরে ঘুষোঘুষি করতে করতে ক্লান্ত, ত্যাক্ত, বিরক্ত হয়ে খুলে ফেললেন ওয়েবসাইট “আই পেইড এ ব্রাইব ডট কম/ iPaidaBribe.Com”। মতলব আমি ঘুষ দিয়েছি ডট কম।
ওয়েবসাইটির মুল কাজ হল, হাস্যকর হলেও সত্যি – ঘুষের বাজারদর জনসমাক্ষে প্রকাশ করা। আপনি গাড়ির ফিটনেস সার্টিফিকেট আনার জন্য গেছেন? ইন্সপেক্টর আপনাকে বলে দিল গাড়ির যা অবস্থা তাতে ফী ছাড়াও আরো হাজারদুয়েক টাকা অতিরিক্ত “তেলপানি” খরচ করা লাগবে। ওয়েবসাইটে যদি দেখেন যে এই কেইসের স্বাভাবিক বাজারদর পাঁচশো টাকা, তাহলে কমপক্ষে দরাদরি করার মত সুযোগ আপনার থাকে। আর একই বিভাগের একই কর্মচারীর বিরুদ্ধে দিনের পর দিন, নিয়মিত অভিযোগ থাকলে, সেটিকে প্রমাণ হিসেবে কর্তৃপক্ষের কাছেও উপস্থাপন করা যায়।
এই ওয়েবসাইটের বারংবার অভিযগের প্রেক্ষিতে ব্যাঙ্গালোরের ট্রান্সপোর্ট কমিশন তাদের বেশকিছু অফিসারদের বকুনি, শাসানী, তিরস্কার, বহিস্কার ইত্যাদি করেছে। একই সাথে এই চিন্তাধারা কিছু কর্মকর্তার মাথায় হলেও ঢুকেছে যে, আজকে আমি একটু বামহাত খরচ করলে সেই খবর শুধু গ্রাহক আর আমার মাঝেই থাকছে না, সেটি অফিস পেরিয়ে জনসমাক্ষে এমনকি অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর কাছে খবর হয়ে যেতে পারে। ফলে অনেকেই একটু বুঝেশুনে চলার চেষ্টা করছেন। আর মোটরবাইক চালকদের নিয়মিত অভিযোগের ভিত্তিতে পৃথিবীর প্রথম সেন্সরভিত্তিক স্বয়ংক্রিয় মোটরবাইক ড্রাইভিং টেস্ট সেন্টার চালু হয়েছে ব্যাঙ্গালোরে যেখানে প্রতিদিন আটশোর বেশি পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষা দিচ্ছেন।
আমার কাছে আইডিয়া এবং তার এক্সিকিউশন দুটোই বেশ মানসম্মত মনে হয়েছে, যা উইকিলিকসের চেয়ে সাধারণ সমস্যাগুলো নিয়ে কাজ করে। বাংলাদেশের প্রেক্ষিতেও কেউ যদি এরকম একটি ওয়েবসাইট খোলার উদ্যোগ নেন, তবে সেটিও ঠিকমত কাজে লাগাতে পারলে একটি কার্যকরী সাহায্যকারী হিসেবে বিবেচিত হতে পারে।
http://ipaidabribe.com/
এই সংক্রান্ত অন্যান্য খবর সংবাদমাধ্যমে
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশের সাইকেল!! :B#
সাইকেল চালানো বাংলাদেশ সহ যেকোনও দেশের অর্থব্যবস্থার জন্য ক্ষতিকারক।
এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে
সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ।
কারণ -
■ সে গাড়ি কেনে না।
■ সে লোন নেয়... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (২০ জানুয়ারি) এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।... ...বাকিটুকু পড়ুন
মেঘ বালিকা
বৃষ্টি এলে মেঘ বালিকা ভিজতে থাক তুমি
জ্বর না উঠে সেই দিকেতে খানিক খেয়াল রাখ
আকাশ তলে নদীর জলে আনন্দ ঢেউ খেলে
তারাও ভিজে তোমার মত সুখের ভেলায় ভেসে।
প্রসারিত দু’হাত দিয়ে... ...বাকিটুকু পড়ুন
=তুমি হয়ে উঠো প্রেমী=
ভালোবাসায় কৃপণ হতে যেয়ো না তুমি
তোমার জন্য জীবন হোক স্বপ্নীল
তুমি হও আমার নীল সমুদ্দুরের এলবেট্রস
ভুলগুলো ভালোবেসে করে দাও ফুল
ভালোবাসো আমায় নিশিদিন, হরদম।
তোমার জন্য একটি উদাস দুপুর অপেক্ষায়
আমায় নিয়ে বসো কোথাও
বসন্ত... ...বাকিটুকু পড়ুন
গতকাল বিকেল থেকে ট্রাম্পের জনপ্রিয়তা কমার শুরু করেছে।
গতকাল ট্রাম্পের শপথের অনুষ্ঠানে ২ লাখ মানুষকে আমন্ত্রণ করে টিকিট দেয়া হয়েছিলো; প্রচন্ড শীতের কারণে বাহিরে শপথ নেয়া সম্ভব হয়নি। পার্লামেন্ট ভবনের ভেতরে শপথ হয়েছিলো, সেখানে প্রাক্তন প্রেসিডেন্টগণ, বিচারপতিরা,... ...বাকিটুকু পড়ুন