জানুয়ারী থেকেই পোস্ট অফিস হটাত করে পার্সেল পাঠানোর খরচ প্রায় তিন গুণ বাড়িয়ে দিল। আগে কোন নোটিশ না, কোন কারণ দর্শানো না, একেবারে আচানক বজ্রপাত। যেই প্যাকেট পাঠাতে আগে পাঁচশ টাকা লাগত সেটা এখন এক ধাক্কায় বেড়ে পনর ষোলশ টাকায় ঠেকল। এখন দেখি তাতেও থামাথামি নাই। এই সপ্তাহ থেকে হটাৎ নোটিশ, আন্তর্জাতিক সকল পার্সেল পাঠানো বন্ধ। হাতে এক দুটা বই পাঠানোর ফরমায়েশ ছিল। আমেরিকা থেকে একজন ডঃ ইউনুসের আত্মজীবনী কিনেছিলেন। সাড়ে চারশ টাকার বই। আগের হিসেবে পাঠানোর খরচ সহ হাজার বারোশ টাকায় হয়ে যেত। বাধ্য হয়ে ডিএইচএল এ পাঠাতে হল। তেনারা সাড়ে তিন হাজার টাকা কেটে রেখে দিলেন। পুরা লস। কিন্তু কমিটমেন্ট তো রাখতে হবে। কি আর করা।
সিদ্ধান্ত নিলাম আপাততঃ আর সম্ভব না। তাই ক্লিনিকালি ডেড হিসেবে রেখে প্রাণভোমরাটুকু সরিয়ে নিলাম। এখন আর বইমেলা ওয়েবসাইট থেকে বই কেনা সম্ভব না। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত। পরের নোটিশ যে কবে আসে।
তাই এখন দেখুন ঘুরে চলে যান এরকম অবস্থায় পড়ে আছে আদরের বইমেলা। ফেব্রুয়ারী আসছে। লাভ কি।
দেখতে চাইলে দেখে নিন। বইমেলা ডট কম
বি.দ্রঃ ব্লগের কারো কি সুলভ নির্ভরযোগ্য বেসরকারী পার্সেল/কুরিয়ার সার্ভিসের কথা জানা আছে? কোন তথ্য দিয়ে সহায়তা করলে খুশি হব।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৫