বাংলা ব্লগে যারা নিয়মিত লেখালেখি করেন তাদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজন করছে উইকিপিডিয়া ওয়ার্কশপ, যা ৭ ই জানুয়ারি (আজ) শুক্রবার বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত এলিফ্যান্ট রোডের জামিল সারওয়ার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখতে আগ্রহী যে কেউ এ ওয়ার্কশপে অংশ নিতে পারেন।
এ ওয়ার্কশপে উইকিপিডিয়া সম্পর্কে ধারণা দেবার পাশাপাশি একজন ব্লগার কিভাবে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ তৈরি, সম্পাদনা এবং সংশোধন করতে পারেন সেসব দেখানো হবে। বাংলা উইকিপিডিয়াতে অবদানকারীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি মান সম্পন্ন নিবন্ধ সংখ্যা বৃদ্ধি করাই এ ওয়ার্কশপের লক্ষ্য।
তাই একটু সময় হাতে নিয়ে সবান্ধব চলে আসুন ওয়ার্কশপে এবং হাত বাড়িয়ে দিন বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার প্রয়াসে।
ওয়ার্কশপের স্থান:
জামিল সারওয়ার ট্রাস্ট
২৭৮/৩, এলিফ্যান্ট রোড, কাটাবন, ঢাকা
তারিখ ও সময়:
৭ ই জানুয়ারি ২০১১, শুক্রবার, বিকাল ৩ টা - ৬টা
ফেসবুক ইভেন্ট পেজ:
Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৩