সামুর ব্লগে আমি দেখে আসছি অনেক ভাল ভাল লেখা আছে যেগুলা নির্বাচিত পাতায় নেয়া হয়না। আমার মনে হয় নির্বাচিত পাতাটাকে সামু এক ঘেমে করে ফেলেছে। কার মৃত্যু বার্ষীকি, কার জন্মদিন, কে মারা গেছে, ছবি ব্লগ, ভ্রমন ব্লগই ব্যাছ এগুলা পোস্ট আসলেই নির্বাচিত পাতায় চলে গেল!! আমি এগুলার বিরধীতা করছি না... কিন্তু কিছুটাতো অন্তত নতুন্তত্ত রাখুন নির্বাচিত পাতায়। টেকি পোস্ট দু একটা রাখুন... কিন্তু নাহ সেই ঘুরে ফিরে লাউ আর কদুকে নিয়েই টানাটানি... আরেকটা সমস্যা কোন নামী ব্লগারের হেডলাইন দিয়েই ব্ল্যাঙ্ক পোস্ট আসলেও সেটা নির্বাচিত পাতায় চলে যায়। এসবের মাধ্যমে সাধারন ব্লগারদের অপমান করা হয় আর কিছু না। সাধারন ব্লগার স্বাভাবিক ভাবেই ভেবে নিবে আমরা ছোট খাট ব্লগার তাই আমার লেখা নির্বাচিত পাতায় গেল না। কিন্তু সে একজন সেলেব্রেটী ব্লগার তাই তার সেই পোস্ট নির্বাচিত পাতায় চলে গেল... এই অপমানটুকু একটা ব্লগারকে ব্লগ ছেড়ে যেতে যথেষ্ট সাহায্য করে। হোক না কেন সে ছোট খাট ব্লগার। কিন্তু ব্লগার তো? আমি এমনিও অনেক পোস্ট দেখেছি যেগুলা জোর করেও পড়তে ইচ্ছা করেনা। অথচ নির্বাচিত পাতায় বসে আছে। সারাদিনে নির্বাচিত পাতায় থেকে ব্লগটি মোট ৩০ বার দেখা হয়েছে মন্তব্য ১টা লাইক ২টা

ভাবছেন এসব বকছি কেন হঠাৎ?

IDM'কে বোকা বানিয়ে অফিসের পিসিতে ডাউনলোডরত ইনকমপ্লিট ফাইল বাড়ীর পিসিতে Resume করুন.. শুধু কপি পেস্ট করে...
কিন্তুক পোস্টটা নির্বাচিত পাতায় গেল না। কিন্তু পোস্টটি নির্বাচিত পাতায় যাওয়ার মত যথেষ্ট যোগ্যতা রাখে... বড়ই দুঃখু পাইছি কাল


যাইহোক সবাইকে ঈদের শুভেচ্ছা... ঈদ মোবারক...