নতুন ১টা ব্রাউজারের খোঁজ দিচ্ছি। অনেকেই হয়তোবা ব্যবহার করছেন, অনেকে হয়তোবা নয়। যারা এখনো করেননি তাদের জন্য বলছি আপনাদের কেউ যদি ফায়ার ফক্স ব্যবহার করে থাকেন তাহলে Flock ব্যবহার করে দেখতে পারেন।
প্রথমে বলি এর আভ্যন্তরীন কাঠামো মূলত মজিলা ফায়ারফক্সে তৈরি। মজিলা এবং Folk একি সোর্স কোড শেয়ার করে এবং ভবিষ্যতে এটি ফায়ার ফক্স ৩ ইঞ্জিনকে ব্যবহার করবে। এর নিরাপত্তা সিস্টেম ফায়ারফক্সেরটিই। এটি ফায়ারফক্স সিকিউরিটি প্যাচ ব্যবহার করে। এর রয়েছে আকর্ষণীয় ইন্টারফেস বিশেষ করে এর সাইড বার। সাইড বার নিয়ে কিছু বলছি। আপনি যদি সাইড বারের 'মিডিয়া বার' এ ক্লিক করেন তাহলে তা পেইজের উপরে হরাইজন্টালি দেখাবে যেখানে আপনি ফেসবুক,ফ্লিকার,পিকাসা,ইয়ুটিউব ইত্যাদি থেকে ছবি দেখতে পারবেন অথবা ভিডিও লিস্ট।
একিসাথে নিচে অন্য পেইজগুলোতে আপনি আপনার স্বাভাবিক কাজ করতে পারবেন। ছবি দেখার জন্য আপনাকে আরেকটি পেইজে যেতে হবেনা। ড্র্যাগ এন্ড ড্রপ করে মিডিয়া বার থেকে আপনি যে কোন কিছু মেইলে পাঠাতে পারবেন কিংবা ব্লগেও পাব্লিশ করতে পারবেন। জি হ্যাঁ, এখানে ওয়েব মেইল সাইড বারে জিমেইল, ইয়াহু ইন্টিগ্রেট করা আছে। এমনকি সাইড বারে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস ছাড়াও অনেক ব্লগ ইন্টিগ্রেট করা আছে। আপনি অন্য ব্লগ সাইট ও এড করতে পারবেন। ব্লগের জন্য এডিটর ও আছে একটি। আপনি ব্লগসাইট ওপেন না করেই এখান থেকে পাব্লিশ করতে পারবেন। অনলাইনেই এডিট করতে পারবেন। ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোন কিছু ব্লগে পাব্লিশ বা এম্বিডও করতে পারবেন। আমি 'আমার ব্লগ' এ ইতিমধ্যে এভাবে পাব্লিশ করে দেখেছি কিন্ত সামহোয়্যারে এ ধরনের API সাপোর্ট নেই বলে করতে পারিনি।
পিপল সাইড বারে ফেসবুক, ফ্লিকার, ইয়ুটিউব ইত্যাদি লগ ইন করে সাইড বারে রেখে দেন তারপর যে কোন ফটো,ভিডিও ওয়েব বা মিডিয়া বার থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এর feed সাইডবারটিও খুবিই সমৃদ্ধ। নিউজ, এন্টারটেইনমেন্ট, টেকনোলোজির অনেক ফিড দেয়া আছে। My world নামে একটি পেইজ আছে যাতে উপরের সব কিছুই আছে এক পেইজে আছে সাথে আছে Flock শেয়ারের সুবিধা। এছাড়াও আছে একটি ওয়েব ক্লিপ বোর্ড যেখানে ওয়েব সাইট থেকে যে কোন কিছু ক্লিপ বোর্ডে ফোল্ডার তৈরি করে সংরক্ষন করা যায়। সাইড বারে একটা ফটো আপ্লোডার আছে যেটা দিয়ে আপনি ফ্লিকার, পিকাসা, ফেসবুক সহ আরও অনেক সাইট ওপেন না করেই আপনার পিসি থেকে ফটো আপ্লোড করতে পারবেন এবং ঐসব সাইটে না
গিয়েই মিডিয়া বারে আপ্লোডেড ফটো দেখতে পারবেন। আরো অনেক কিছু আছে যা আপনি নিজেই সাইটটি থেকে জেনে নিতে পারেন।
সাইট লিংক : http://www.flock.com
লেখাটি একই সাথে 'আমার ব্লগ ' এ ও প্রকাশিত।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৮ বিকাল ৩:২৬