নতুন লিংক রোড উদ্বোধন হল। উদ্বোধনের দিন প্রধানমত্রী বললেন জানজট কমবে। ফল উল্টো।
১. এয়ারপোটের দিক দিয়ে ফ্লাইওভার এর উপর থেকে শুরু হয় ভয়াবহ জ্যাম।
২. ফার্মগেট সাইডে কাওরান বাজার থেকে শুরু হয় জ্যাম।
৩. বিজয় সরনীর পুরোটা জুড়েই জ্যাম
৪. আর খোদ লিংক রোড এ -এমাথা থেকে ওমাথা পুরোটাই গাড়ী আর গাড়ী !
প্রধানমত্রী যথারীতি উদ্বোধন করে বললেন আগের কেউ সঠিক পরিকল্পনা করে রাস্তাঘাট করেনি তাই এত জ্যাম। আমি এই পথের অসহায় একজন পথিক/ভুক্তভোগী। এখানে আমার এখন প্রতিদিন ১-১.৫ ঘন্টা বেশী সময় নষ্ট হয়। আমার জানতে ইচ্ছা করে এই লিংক রোডের পরিকল্পনা কার? মঈনের না বি এন পি-র ?!