যে দেশে,
গনতন্ত্রের বুলি আউরিয়ে গনতন্ত্রকে ক্ষমতার জন্য বলি দেওয়া হয়,সে দেশে ধর্ষন তো অতি নগন্য,হয়তো আপনার চোখে জঘন্য।
যে দেশে,
৯০ ভাগ মুসলমান থাকাসত্ত্বেও রাস্ট্রধর্ম ইসলাম কি না সে ব্যাপারে হাইকোর্টে মামলা গড়ায়,সে দেশে হিন্দু যুবকের দ্বারা মুসলিম গৃহবধূ ধর্ষন হওয়া ব্যাপার ই না।
যে দেশে,
স্বাধীনতার ঋন শোধ করার তরে দেশ দাদার হাতে তুলে দেয়া হয়,সে দেশ থেকে পাচার হওয়া ১৬ কোটি জনগনের মাত্র ৮০০ কোটি টাকা তো ডাস্টবিনের ময়লা সমতূল্য।
যেই দেশে প্রকাশ্যে বিশ্বজিৎকে কুত্তারা কোপানোর পরও পোস্টমর্টেম রিপোর্টে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, রিপোর্ট অাসে!
সেই দেশে কিভাবে দুই সপ্তাহ পর কবর থেকে #তনুর লাশ তুলে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষনের আলামত পাওয়া যাবে?
যে দেশে,
১৩ দিন পর লাশ তুলে ময়না তদন্ত শেষে যখন বলা হয় ধর্ষনের আলামত পাওয়া যায়নি,তখন সত্যিই হয়তো অবাক হবোনা,যদি বলে তনু হত্যা কোনো মার্ডার কেইস না,সুইসাইড কেইস।সম্ভব এটি.....
যে দেশে ফেলানীরা কাটা তারে ঝুলেও বিচার পায় না,সে দেশে শুয়ে মরা তনুরা তো পঁচা ডাস্টবিনের কাক।
যে দেশে,
চার বছর আগের সাংবাদিক দম্পত্তির খুনিদের বিচার হয় না,সে দেশে মাত্র ২সপ্তাহ পূর্বের তনু দের তনু হরন এর বিচার পাওয়া কি চাট্টিখানি কথা??
থামুন,
১মিনিট ভাবুন,
চিন্তা করুন,
কিছু করতে হবে,
কি করতে পারি,
কি করতে হবে,
কেন করতে হবে??????
হয়তো আরেক মুজিবের ডাক,
আরেকটি স্বাধীনতার সূর্য,
হয়তোবা আরেকবার বাঙালী হওয়ার প্রবল আকুতি.....
প্রয়োজন নেই এসব কিছুরই, ইচ্ছে থাকাটাই অনেক বড় স্বাধীনতা.....
আপনি সচেতন হোন,আমি সচেতন হবো,দেশটাকে আবার ঢেলে সাজাবো,নতুন প্রজন্মকে শিক্ষা দেবো
যেন দেশ থেকে আর একটি টাকাও পেরোতে না পারে,
যেনো আরেকবার একটি বোনকে কুকুর দের হাতে পড়তে না হয়,
আর একবার যেনো আমরা বাংলাদেশী হই.......
পথিক
০৫/০৪/২০১৬