বাংলাদেশের প্রায় ৮০% জনগন ভারত বিরোধী কিন্তু সত্যিই কি আমরা মন থেকে ভারত বিরোধী ? নাকি শুধু আমরা ফেসবুক আর গণযোগাযোগ মাধ্যমেই ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ঘোষণা করেছি ?
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের নিজ স্বার্থ উদ্ধারে আমাদেরকে সাহায্য করেছিল পাকিস্তান থেকে বিজয় ছিনিয়ে আনতে । কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি তারা আমাদেরকে সাহায্যই করতো তবে তারা আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে কিভাবে ? সত্যিই কি তারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল নাকি আমাদেরকে তাদের প্রদেশ হিসেবে তাদের ভূগর্ভে নিতে এমন রাজনীতির খেলা খেলেছিল ? আসুন একটু হিসাব নিকাশ করি --
যা নিয়ে গেলো ভারত আমাদের থেকে -
** সীমান্তে প্রতিদিনই তাদের হুংকারে বিজিবি বিড়ালের মতো চুপ করে বসে থাকে আর ঐদিকে ভারত প্রতিনিয়ত আমাদেরকে লাশ উপহার দিচ্ছে ।
** বাংলাদেশে বিনিয়োগের কথা বলে আমাদের একটি সেন্টার পয়েন্টে তারা তাদের ট্রানজিট তৈরি করে নিয়েছে ।
** রামপাল বিদ্যুতকেন্দ্রের নাম করে সুন্দরবন কেড়ে নিয়েছে , প্রতিদিনই ধীরে ধীরে কিছু অংশ করে তাদের দখলে নিয়ে তাদের আয়তন বাড়াচ্ছে আর আমাদেরকে ঘরের এক কোনে নিয়ে আসছে । সুন্দরবনকে ধ্বংস করে বাংলাদেশের পরিবেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে ।
** হাজার কোটি টাকা ঋণের কথা বলে ৭০% বেশী দামে তাদের তেল ও পেট্রোল আমাদের দেশে বিক্রি করে আমাদের অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ।
** ক্রিকেট বিশ্বে নিজেদের আধিপত্য খাটাতে বাংলাদেশের মেক্সিমাম প্রথম সারির খেলোয়াড়দেরকে বিভিন্ন উপায়ে অবৈধ একশন দেখিয়ে আমাদের ক্রিকেট কে ধ্বংস করছে ।
** বেশী দামে আমাদেরকে বিদ্যুতের সাপ্লাই দিয়ে আমাদের নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ খাতকে ধ্বংস করা সহ লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ।
** প্রশাসন সহ বাংলাদেশের প্রধান কেন্দ্রগুলাতে তাদের নিজস্ব বিশেষজ্ঞ কর্মীদের বসিয়ে আমাদের দেশের যাবতীয় গোপন তথ্যাদিসহ হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে ।
** লক্ষাধিক শহিদের রক্ত ও হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অস্বীকার করে তাদের নিজেদের স্বাধীনতা যুদ্ধ বলে সারা বিশ্বের কাছে অনৈতিক প্রচারনা চালাচ্ছে ।
এরকম প্রতিনিয়ত আরও অনেক অনৈতিক দুর্নীতি করে যাচ্ছে প্রতিবেশি দেশ ভারত কিন্তু বিনিময়ে আমরা তাদের কাছে কি পেয়েছি ?? সেই হিসেব করতে গেলে যার রেজাল্ট একেবারেই শুন্য !!
মিসেস রেন্ডিয়া আফা,
বাদ দেন ,আপনার কি আছে আমাগোরে দেওয়ার মত।ইজ্জত তো আপনার নামের লগেও নাই,আমাদের কইত্তে দিবেন?
আপনাগো স্যানিটারী ল্যাপটিন আমাগো লাগবোনা...।যা ক্রিকেট নিয়া একটু তেজ দেখাইতে পারতেন এখন তো তা ও নাই...।ভোগে চইলা গেছে।
তবে একটা আকুতি আছে,আমাগো ব্যাপারে অপপ্রচার চালানো বাদ দেন।নিজেরা আগে ল্যাপটিনে হাগু করতে শিখেন,তারপর আমাগো ব্যাপারে নাক গলাইয়েন।এইটা বাংলাদেশ ,পাকিস্তান না।