প্রচলিত ক্রিকেট–আইনে পোষাচ্ছে
না ভারতীয় ক্রিকেটারদের। তাদের
জন্য আইসিসি চাইলে নতুন নিয়ম করতে
পারে। আইসিসির সুবিধার্থে কিছু নতুন নিয়ম....
চাইলে এখান থেকে তারা টুকলিফাই
করতে পারে। :-D
১---)
ভারতীয় বোলারদের জন্য
.ভারতীয় কোনো বোলার বল করলে
এবং বিপক্ষ দলের ব্যাটসম্যানের
ব্যাটে বল লাগালে ‘ব্যাট বিফোর দ্য
উইকেট (বিবিডব্লিউ)’ বলে বিবেচিত
হবে। ফলে ব্যাটসম্যান আউট হয়ে
যাবে।
২----)
.ভারতীয় বোলারদের বলে কোনো
ব্যাটসম্যান যদি বল মেরে সীমানার
বাইরে পাঠায়, তাহলে সেটা আউট
বলে বিবেচিত হবে। এবং
ব্যাটসম্যানকে বল কুড়িয়ে নিয়ে
আসতে হবে। :-(
৩----)
.ভারতীয় স্পিনারদের বল যদি বাঁক না
খায় তাহলে ‘নো ব্যাট’ আইনে
ব্যাটসম্যান ছাড়াই খালি স্টাম্পে বল
করবে। বল যদি স্টাম্পে লাগে তাহলে
ড্রেসিংরুমে বসে থাকা পছন্দ
অনুযায়ী যেকোনো ব্যাটসম্যান আউট
বলে বিবেচিত হবে। :v
৪---)
.বল করার পর ব্যাটসম্যান যদি বল না
খেলে ছেড়ে দেয় তাহলে কট
বিহাইন্ড বলে বিবেচিত হয়ে
ব্যাটসম্যান ড্রেসিংরুমে ফেরত
যেতে বাধ্য থাকবে। :-D
৫---)
.এ ছাড়া বল ব্যাটসম্যানের ব্যাটে
লাগলে আউট, ব্লক করলে আউট,
হেলমেটে লাগলে আউট, হেলমেটে
না লাগলেও আউট হবে।
৬---)
বিপক্ষ দলের
যদি সত্যি সত্যি আউট হয়, তাহলে বিপক্ষ দলের
একসঙ্গে দুটি উইকেট চলে যাবে।
৭---)
ভারতীয় ব্যাটসম্যানদের জন্য
.সব ধরনের আউট নো বল বলে গণ্য হবে।
.বেশি জোরে বল করা যাবে না।
করলেই নো বল।
৮---)
.ইনসু্ইং, আউট সুইং, স্পিন, গুগলি, দুসরা—
কিছুই দেওয়া যাবে না। দিলেই নো
বল। পর পর দুই বল বাঁক খেলে বোলারকে
বোলিং থেকে অব্যাহতি দেওয়া
হবে।
৯---)
.বল–ব্যাটের মাঝ বরাবর লাগলে
ভারতীয় স্কোরে অটো ছয় রান যোগ
হবে। ব্যাটের কানায় লাগলে চার
রান যোগ হবে। ব্যাটে না লাগলে
যোগ হবে দুই রান এবং ব্যাট চালালেই
এক রান।
১০---)
.ভারতীয় ব্যাটসম্যানদের ক্যাচ ধরলে
ফিল্ডারের ম্যাচ ফির ৭০ পারসেন্ট
কাটা যাবে। আর কোনো বোলার
যদি তাদের আউট করে তাহলে সেই
বোলারকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হবে।