বাসার সবাই চায় আমি বিসিএসদিয়ে প্রশাসনে যাই। কিন্তু কেও চায়না আমি সরকারের চামচামী করি।
আমার বন্ধুরা চায়আমি লেখাপড়া করে নিজের জীবনগড়ে দেশকে সাহায্য করি। কিন্তু কেওচায় না আমি রাজনীতি করি।
আমার এলাকাবাসী চায় যে আমি ভদ্রছেলে হিসেবে সারা জীবনবেচে থাকি। কিন্তু কেও চায়না এলাকায় অভদ্রেরবিরুদ্ধে মাথা তুলে দাড়াই।
আমার দেশের সরকার চায়আমি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করি,কিন্তু তিনি চান না আমি তাদেরদুর্নীতি ও অন্যায়েরবিরুদ্ধে কথা বলি।
প্রশাসন চায়আমি তাদেরকে অপরাধী ধরতে সাহায্যকরি, কিন্তু চায় না আমি তাদেরআপরাধী ধরে ছেড়ে দেয়ারবিরুদ্ধে প্রতিবাদ করি।
প্রিন্সিপাল স্যার চান যে আমি ফুলস্পিডে মোটর সাইকেলচালিয়ে ক্যাম্পাসে না ঢুকি, কিন্তুতিনি চান না যে ফুলস্পিডে মোটরসাইকেলনিয়ে ক্যাম্পাসে ঢোকা কাউকে বাধা দেই।
কলেজের বড় ভাই চান যে আমি তারনীতি কথার পক্ষে থাকি, কিন্তুতিনি চান না যে আমি তার অনৈতিককথার বিপক্ষে থাকি।
ব্যাপারগুলা কেমন আত্মবিরোধী !