হবি কি আমার,
স্বপ্নছেড়া কোনো গাঙচিল,
হবি কি আমার,
রোদেগরমে তৃষ্ণা মেটা ঝিল।
হবি কি আমার,
অপেক্ষার প্রহরে হালকা একটু বিষাদ,
হবি কি আমার,
কথার বেড়িতে জরিয়ে পড়া বিবাদ।
অথবা আমার,
রংমহলের মিশিয়ে দেয়া নেশায়,
নতুবা হবি,
যাত্রী অামার স্রোতোবহা নৌকায়।
হবি কি তুই,
মূহুর্তগুলো ছন্দময় গান।
হবি কি তুই,
শব্দজালে একটি মায়াময় টান।
হবি কি আমার,
ছেঁড়া ডায়েরীর অপ্সরী চরিত্র,
হবি কি তুই,
আমার জন্য আমার ধরিত্র।
হবি কি আমার,
বিশাল সমুদ্রে প্রশান্তি ঘেরা দ্বীপ,
হবি কি তুই,
আলোর বিপরীতে জ্বলে ওঠা প্রদীপ।
আমার সকল ইচ্ছে গুলো
তোর মাঝেই বাঁধা,
তোর মাঝেই হারিয়ে খুঁজি,
আমার জীবন ধাঁধা।