প্রথম ম্যাচ এ শোচনীয় পরাজয়ের পর সবাই ধরেই নিয়েছে বাংলাদেশ টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে



>বাংলাদেশ প্রথমে ব্যাট করলে জিততে হবে অন্তত প্রায় ৪০ রানের ব্যবধানে।
কারন তখন বাংলাদেশের নেট রান রেট হবে [প্রায়] -০.৪ আর পাকিস্তানের হবে -০.৬। যেমন বাংলাদেশ ১৫০ রান করল। পাকিস্তান করল ১১০ রান। তখন বাংলাদেশের রান রেট হবে -০.৪৭৫ ও পাকিস্তানের রান রেট হবে -০.৬৭৫।
> বাংলাদেশ যদি পরে ব্যাট করে তাহলে বাংলাদেশকে জিততে হবে ১৫ ওভারের মধ্যে। সেক্ষেত্রেও নেট রান রেট হবে অনেকটা উপরের মত।
যেমন পাকিস্তান যদি আগে ব্যাট করে ১৫০ করে, আর বাংলাদেশ ১৫ ওভারের মধ্যে ১৫১ করতে পারে, তাহলে বাংলাদেশ উঠে যাবে সুপার এইটে। কারন তখন বাংলাদেশ এর নেট রান রেট হবে -০.৪৪ আর পাকিস্তানের হবে -০.৮২৫।
সুতরাং, সুযোগ এখনো শেষ হয়নি।। আমি এখনো আশাবাদী



