গতকাল সারাদিনের কয়েকটি ঘটনা আজ সকালে যখন চিন্তা করতে লাগলাম তখন এক বিচিত্র অনুভুতিতে পেয়ে বসল আমায়। সেগুলো কি?
১। আমার দোকানে একটি কম্পিউটার আসেম্বল করতে যেয়ে প্রথমবারের মত হাত কেটে ফেললাম, না চমকে উঠবেন না, পুরো হাত না বাম হাতের একটি আঙুল একটু বেশিই কেটে গেল। সেলাই দিতে না হলেও বেশ শক্ত করে ব্যান্ডেজ করতে হয়েছে।
২। লোডশেডিং এর কারনে ১ ঘণ্টার কাজ শেষ করতে লাগল ৫ ঘণ্টা।
৩। খবর পেলাম বিএনপির মিছিলে পুলিশের গুলিতে ৩ জন মারা গেছে।
৪। বিএনপি একদিন পিছিয়ে তাদের মিছিলের কর্মসূচী দেওয়ার পর আ লিগ আবার একীই দিনে কর্মসূচী ঘোষণা করেছে, তবে সস্তির বিষয় পুলিশ এবার আর ১৪৪ ধারা জারি করেনি।
৫। বাড়ি ফিরে দেখলাম অস্ট্রেলিয়ান ওপেন এর নাদাল-জকভিচ এর মহাকাব্বিক ফাইনাল ম্যাচ।
উপরের ঘটনাগুলোর মধ্যে কোনটি আমাকে বেশী ভাবাচ্ছে? কিংবা আপনাদেরকে?
আমি ডানহাতি হওয়ার পরেও, বামহাতের একটি মাত্র আঙুল কেটে জাওয়াই সব কাজেই সমস্যা টের পাচ্ছি। আজ সকালে হটাত একটি চিন্তা মাথায় আসল। আমি মাত্র একটি আঙ্গুলের কারনে যদি এত সমস্যা ফিল করি তাহলে যাদের হাতের সবগুল আঙুল কিংবা পুরো হাতই নেই তাদের অবস্থাটা কেমন? তারা কিভাবে তাদের কাজগুল করছে? তাদের কষ্ট আমার চেয়ে কতগুন বেশী? নিঃসন্দেহে তাকে সংখা দিয়ে প্রকাশ করা যাবেনা।
দিনের শেষে নাদাল-জকভিচ এর খেলাটি দেখতে পারা অবশ্যই ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি কি পেরেছি এই এপিক খেলাটি উপভোগ করতে? নাকি আমার দৃশ্যপটে বারবার ভেসে উঠেছে সেই যুবকের রক্তমাখা চেহারা, যাকে পুলিশ মাথায় গুলি করে উলঙ্গ করে আছাড় মেরে গাড়িতে তুলে রেখেছিল-মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত? দেশের সামনে যখন অনিশ্চিত ভবিষ্যৎ তখন আমি কিভাবে নিজের এইসব তুচ্ছ সমস্যা কিংবা আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারি? হয়তবা পারি, কারন আমরা তো এখন অর্ধেক রোবট হয়ে গেছি, মানুষের দুঃখ কষ্ট আর আমাদের ছুঁয়ে যায় না। আমরা বাস্ত থাকি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা নিয়ে। আমাদের সময় কোথাই ফেলানির কথা মনে করার, কিংবা হাবিবুর কে। যদি করতাম তাহলে হয়তো নিজ দেশে হাবিবুরের ঘটনার পুনরাবৃত্তি আমাদের কাঁপিয়ে দিত, রক্তে জ্বেলে দিত আগুন।
না, আর ভাবতে পারছিনা, মাথা ভারি হয়ে যাচ্ছে। বারবার মনে পড়ছে নবাব সিরাজুদ্দউলা নাটকের একটি সংলাপ
"বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরশা দেবে"?
কেউ কি আছে, কেউ কি এখনও জেগে আছে, নাকি সবাই ঘুমিয়ে পড়েছে?
শেষ করছি সেক্সপিয়ার এর একটি নাটকের একটি সংলাপ দিয়ে, যখন জুদ্ধের ময়দানে রাজা রিচারড তার ঘোড়া থেকে পড়ে গেলেন, যখন তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল, সেই সময়ে রাজার করুন আর্তি-
"A Horse, a horse, my kingdom for a horse".