ছোটবেলার অনেক অনুভুতিই নাকি নাকি বড় বেলায় অন্যরকম হয়ে যায়....


।
।
।
।
।
।
।
।
।
।
।
।
কই!!!! প্যান্টের চেইনে চিপা খাওনের অনুভুতি তো সেই আগের মতনই আছে.....


১/ ধপ কইরা মাথা হালকা হইয়া যায়
২/সময় থাইমা যায়...(এই একটা যায়গাতেই আইনস্টাইনের থিওরী অব রিলেটিভিটি আইনস্টাইনের চেয়ে ভালো ভাবে বুঝা যায়)
৩/ দম বন্ধ হইয়া যায়
৪/ যারা সৃস্টি কর্তার উপরে বিশ্বাস করেন না তারাও এই সময়ে "আল্লাগো বাচাও মসজিদে ১০ টেকা দিমু" কইয়া চিক্কার পারে(এইডারেই বোধ হয় সহজাত প্রবৃত্তি কয়)
৫/শরীরের অন্যান্য অনুভুতি গায়েব হইয়া যায়
৬/ দাতে দাত লাইগা যায়
৭/ চোখ ছোট হইয়া যায় আর সামনে হাজার রংয়ের জোনাক পোকা জ্বলতে নিভতে থাকে
আর চেইন থেইকা ভ্যালুয়েবল গুডসটা রক্ষা পাওয়ার পরে
১/ ইশ্বরের অস্তিত্বের বিশ্বাস গাঢ় হয়
২/ বুক থেকা পাথর নাইম্যা যাওয়ার মতন অনুভূতি হয়
৩/ বড় কইরা নিশ্বাস নেওয়া শুরু হয়
৪/চোখ নর্মাল হইয়া আসে, জোনাকি পোকা গুলা কই জানি মিলাইয়া যায়
৫/শরীরের অনুভুতি গুলা ফিরা আসে
৬/দাত আলগা হয়
৭/ মাথার ওজন ফেরত আসে
৮/শরীর ছাইরা দেয়
খালি একটাই পার্থক্য দৌড়াইয়া আব্বা বাচাও কইয়া আব্বার কাছে যাওন যায় না


চিন্তা কইর্যা দেখলাম এইডার অনুভূতিটা কিন্তু বান্জি জাম্প আর স্কাই ডাইভিঙ্গের চেয়ে কম রোমান্চকর না

