ছোটবেলার অনেক অনুভুতিই নাকি নাকি বড় বেলায় অন্যরকম হয়ে যায়....


।
।
।
।
।
।
।
।
।
।
।
।
কই!!!! প্যান্টের চেইনে চিপা খাওনের অনুভুতি তো সেই আগের মতনই আছে.....


১/ ধপ কইরা মাথা হালকা হইয়া যায়
২/সময় থাইমা যায়...(এই একটা যায়গাতেই আইনস্টাইনের থিওরী অব রিলেটিভিটি আইনস্টাইনের চেয়ে ভালো ভাবে বুঝা যায়)
৩/ দম বন্ধ হইয়া যায়
৪/ যারা সৃস্টি কর্তার উপরে বিশ্বাস করেন না তারাও এই সময়ে "আল্লাগো বাচাও মসজিদে ১০ টেকা দিমু" কইয়া চিক্কার পারে(এইডারেই বোধ হয় সহজাত প্রবৃত্তি কয়)
৫/শরীরের অন্যান্য অনুভুতি গায়েব হইয়া যায়
৬/ দাতে দাত লাইগা যায়
৭/ চোখ ছোট হইয়া যায় আর সামনে হাজার রংয়ের জোনাক পোকা জ্বলতে নিভতে থাকে
আর চেইন থেইকা ভ্যালুয়েবল গুডসটা রক্ষা পাওয়ার পরে
১/ ইশ্বরের অস্তিত্বের বিশ্বাস গাঢ় হয়
২/ বুক থেকা পাথর নাইম্যা যাওয়ার মতন অনুভূতি হয়
৩/ বড় কইরা নিশ্বাস নেওয়া শুরু হয়
৪/চোখ নর্মাল হইয়া আসে, জোনাকি পোকা গুলা কই জানি মিলাইয়া যায়
৫/শরীরের অনুভুতি গুলা ফিরা আসে
৬/দাত আলগা হয়
৭/ মাথার ওজন ফেরত আসে
৮/শরীর ছাইরা দেয়
খালি একটাই পার্থক্য দৌড়াইয়া আব্বা বাচাও কইয়া আব্বার কাছে যাওন যায় না


চিন্তা কইর্যা দেখলাম এইডার অনুভূতিটা কিন্তু বান্জি জাম্প আর স্কাই ডাইভিঙ্গের চেয়ে কম রোমান্চকর না


সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৩