
সবার আগে একটা বিষয় ক্লিয়ার কইরা নেওন দরকার....সেইডা হইলো হোয়াট ইজ কোলাভেরি থুক্কু চিজি বাইট পিজা....জিনিষটা অনেকেই পিজা হাটে খাইছেন আবার অনেকে নাও খাইতে পারেন....যাই হোক তাও সবার উদ্দেশ্যে খোলাসা করন দরকার তাই কইর্যা দিতেছি.....
নিচের ভিড্যুটা দেখলেই পানির মতন ক্লিয়ার বুইজ্যা ফালাইবেন যে চিজি বাইট পিজাডা আসলে কি
এতক্ষনে নিশ্চই বুইজ্যা ফালাইসেন আমি কুন জিনিষটার কথা কইতাছিলাম










আন্টির পিজা আছিলো এইরকম

কিন্তু আন্টি তুমি পিজা খাওয়াইয়া শিশির সিন্ধুরে পারসোন্যাল চ্যালেন্জ জানাইয়া গেলা


আম্মা: কিরে তুই এহন আবার কি করতাসস


আমি: (মুখ কুচকাইয়্যা) পিজা বানামু


আম্মা: একটু আগেই না খাইলি


আমি: অইডা তো হেগোডা খাইলাম, এইডা আমি বানাইয়া অগোরে পাডামু


আম্মা: এহনই পাডাইতে হইবো তোর??
আমি: (মনে মনে) কাল কারে তো আজ কার, আজ কারে সো আব
আম্মা: কি কইলি??
আমি: কই কি আবার কইলাম, যাও তো কাম করতে দেও....কইয়া চোখ কান খোলা রাইখ্যা পিড বাচাইয়্যা সাবধানে কাম করা শুরু করলাম....কহন জানি আবার পিডের উপরে ধিরিম বসাইয়্যা দেয়


আমি কাম করি আর মনে মনে কই আন্টি খাড়াও তুমারে এমুন পিজা খাওয়ামু জিবনে আমার সামনে পিজা নিয়া গোড়ামি করবানা....একটু খালি টাইম দাও....কইয়্যা সব কিছু রেডি করা শুরু করলাম...চিন্তা করলাম আন্টিরে নরমাল পিজা খাওয়াইয়া লাভ হইবো না...উনারে খাওয়াতে হইবো আমার সোলেমানি পিজা মানে চিজি বাইট পিজা....চিজি বাইট পিজা নিয়া তো আগেই ধারনা দিসি...একটা কথা কইয়্যা রাখি সেটা হইলো এই পিজাডা আমি ২/৩ জনের বেশি কাউরে বানাইয়া খাওয়াই নাই....যদি খাওয়াইতাম তাইলে আর অন্য কাম করা লাগতো না....হারাদিন খালি মাইনষেরে পিজা বানাইয়া খাওয়াইয়া দিন কাডাইতে হইতো....যাইহোক আন্টিরে যেই পিজাডা খাওয়াইলাম সেইডা ইট্টু দেখেন
পিজা আন্ডার কনস্ট্রাকশন

পিজা অভেন থেকা বাইর করার পরে

ইট্টু কাছ থেকা

আরেকটু কাছ থেকা

আরেকটু বেশি কাছ থেকা

একটু টানাটানি

আর বেশি কাছে নিয়া গেলাম না আপনাগোরে...পিজার উপরে লুল পইর্যা যাওনের চান্স আসে


যাইহোক কাহিনী টাইনা আর লাভ নাই খালি এটুকু কইয়া রাখি...আন্টের হাজবেন্ড পিজা খাইয়া আমার লগে দেখা কইর্যা থ্যাংকস আর কমপ্লিমেন্ট জানাইয়া গেছে....কি কইয়্যা গ্যাসে সেটা কওনের লোভ সামলাইতে পারলাম না...."পিজা হাটেও নাকি উনি এমন স্পাইসি আর টেস্টি পিজা খায় নাই"
আমি তৎখনাৎ মনে মনে কইলাম আন্টি শিশির সিন্ধুর লগে ভোজন সংক্রান্ত বিষয়ে বাজি লাগতে আইলে খুব খেয়াল কইর্যা
খুব খেয়াল কইর্যা
বি:দ্র: দুইদইন ধইর্যা আন্টি আমারে হারিক্যান দিয়া খুজতাছে....কিন্তু না আন্টি আমি তুমারে শিখামু না ক্যামনে এই সোলেমানি পিজা বানাইতে হয়...তুমি ঘুরতে থাকো


আমার সমকামি বেলা ১৮+
ব্যুফেতে গিয়া কেমনে টাকা উসুল করবেন??(গবেষনা মুলক পোস্ট)