১ টা চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানি এবং আরেকটা শাহসাব বাড়ি বাজারের মতি মিয়ার ফালুদা ।দুইটার নামে মিল থাকায় ভাবলাম যে একই জায়গায় হবে হয়তোবা, তাই এই দুটিকে সিলেক্ট করা।
আজকে একটু বেলা করেই বের হয়েছিলাম চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানি এবং শাহসাব বাড়ি বাজারের মতি মিয়ার ফালুদা চেখে দেখার উদ্দেশ্যে সেই গল্পই শোনাবো আপনাদের । ১২ ঘটিকার সময় আমি এবং
আমার আরেকজন ভোজনরসিক বন্ধু কে নিয়ে রওনা হলাম চকবাজারের উদ্দেশ্যে। চকবাজারে গেসি কিন্তু নুরানী কোল্ড ড্রিংক্সের জোসিলা লাচ্ছি খাই নাই এমন হ্য় নাই। তো প্রথমেই ঢু মারলাম নুরানী লাচ্ছির দোকানে।
এই দোকান সম্পর্কে ব্লগে আগেই লেখা হয়েছে তাই বাড়তি আর কিছু বললাম না। ফডুক দেখেন




দুইটা লাচ্ছি আর দুইটা লেবুর শরবত পার্সেল নিয়ে হাটা ধরি শাহ সাহেবের বিরিয়ানির খোজে





খেতে বরাবরের মতই অসাধারন।

ইহা চিকেন কাবাব বার্গার

কাবাব বার্গারের পরে আবার সেই শাহ সাহেবের বিরিয়ানির খোজ। খোজ নিয়ে জানা গেল যে উহা সকাল ৭ থেকে বিক্রি শুরু হয় এবং ৯ টা অবধি শেষ হয়ে যায়


যাই হোক শাহ সাহেবের বিরিয়ানি যেহেতু পাওয়া গেল না সেটা আরেকদিনের সিডিউলে ফেলে দিতে হল এই আরকি। তারপর শাহসাবের বাজার টার খোজ নিতে গিয়ে জানা গেলো জে ঐটা আজিমপুরের ছাপরা মসজিদের আশে পাশে কোথাও। মনের দুঃখে তো চকবাজারের ঘুপচি টাইপের একটি দোকানে ঢুকে কাচ্চি আর বোরহানির অর্ডার দিয়ে ফেললাম।



তেতুল লেবুর মিশেলে সেইরকম টক

যারা চরম ঝাল খেয়ে কলিজা জ্বালায় ফেলতে চান তারা এই ইস্পিসাল ঝাল মসলা এক অথবা দুই চামচ টকের সাথে মিশিয়ে নিবেন। পাঠক সাবধান আসলেই কলিজা জ্বলে যাবে কিন্তু

এই হল টক দই য়ের টক। এটার সাথেই ঐ ঝাল মসল্লা টা মিশিয়ে খেতে হবে

যারা নিহারি অথবা গরুর পায়া খেতে পছন্দ করেন তাদের জন্য সুখবর এই যে মজিবরের গাড়ির পাশেই এক চাচা বসে এক ডেকচি গরুর পায়া আর পায়ার হালিম নিয়া। মজিবর ফুচকা বানাতে বানাতে দুই বন্ধু মিলে গোটা দুয়েক পায়া ফিনিস করলাম


এই সেই হাড়ি ভর্তি পায়া

দেখসেন নলীর ভিতরের জিনিসগুলি কেমন লক লক করতেসে

এট্টু কাছ থেকে দেখেন

এবার একটা সাইড ভিউ

যাই হোক মজিবরের গাড়ি যেহেতু আলরাজ্জাকের পাশে সেহেতু আমাকে আলরাজ্জাকের পাশে যেতে হইছে। আর আলরাজ্জাকের পাশে গেছি আর রাজ্জাকের ফালুদা খাই নাই এটা হয় নাই কখনো। কিন্তু আজকে এই অন্যায়টা

মাঝখানে বিরতি নিতে হল মাগরিবের নামাজের জন্য। নামাজ থেকে বের হয়ে দেখি আমার পুরান স্যান্ডেল খানা হাপিইইইস






আরে ধুর ধুর আজকের দিনটাই খারাপ গেলো, যেই দুইটা জিনিস খাইতে বের হইলাম তার একটাও মিলে নাইক্যা




বি: দ্র: কেউ কি বলতে পারবেন মতি মিয়ার ফালুদার দোকান টা কোথায়, অথবা শাহসাব বাড়ি বাজার কি আজিমপুর ছাড়া আর কোথাও আছে কিনা।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১১ বিকাল ৫:০৪