জীবন যেখানে যখন যেমন
কোথাও কৈশোর, কোথাও শৈশব
জীবন মানে যুদ্ধ অবিরাম
সত্তার আকুতিতে,
বেঁচে থাকার নিরন্তন সংগ্রাম।
পূবের আকাশে সূর্যের প্রথম প্রহর
তোমার প্রতিটি দিনের শুরু,
সন্ধ্যা নামে নিজ নিয়মে হঠাৎ আকাশ চিরে
ক্লান্তির মায়াজালে জড়ানো আমার তুমি,
হারিয়ে যাও ঘুমের দেশে
স্বপ্ন দেখো বিনিদ্রে।
তোমার চাহনিতে অবাক করা মায়া
সেখানে অবিরত খুঁজে পাই আমি,
তোমার বুকের আনাচ-কানাচে জমাট বাঁধা
হাজারো অজানা স্বপ্নের অদ্ভূত সুন্দর ছায়া।
দাঁড়িয়ে এখন এখানে তুমি
শেষ হবে এই কষ্টের পথ,
হানা দেবে সুখেরা তোমার দরজায়
হয়ে শান্তির শুভ্র কপোত।
আবেগ অনুভূতি দুঃখ হতাশা
পায়ে ঠেলে এভাবেই তুমি,
বিজয়ী হবে নিজের গুনে
এই আমার একমাত্র কামনা
আমার সব প্রত্যাশা।
তোমার জন্য লেখা আমার সব গান
তোমার পেয়ে আজ ধন্য ছোট্ট এই প্রাণ,
তোমায় ঘিরে প্রাণবন্ত সব প্রার্থনা আজ
আমার ভালবাসা, তোমার মহত্বের হোক জয়গান।
যদি কখনও থেমে যায় জীবনের গতি
একটু থেমো, তাকিয়ে দেখবে নিরবধি,
তোমারই আলোয় আলোকিত এই আমি
তুমি আমার নতুন জীবন, প্রিয় প্রাণের নতুন আশা
তোমায় নিয়েই স্বপ্ন বোনা
নিজের মতন ভালোবাসা।
২৯।০৫। ২০০৯
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৪ দুপুর ২:২৩