অনেকে বলবেন,এটা আবার কেমন কথা,!!সত্যিই তাই,,,বর্তমানে অধিকাংশ পরিবার-গুলোতে বউ ও শাশুড়ির মধ্যে তুমুল ঝগড়া,মন-মালিন্য,রাগ-ক্ষোভ।
যা এক প্রকার যুদ্ধই বলা যায়,!
যা পারিবারিক শান্তি বিনষ্ট-কারী সমস্যা হিসেবেই চিহৃিত করা যায়।
সংগৃহীত লেখাটি এ জাতীয় পারিবারিক সমস্যা থেকে উত্তোরণ ঘটালেও ঘটাতে পারে।কিছুটা সংযোজিত।
---------------------------------------------
---------------------------------
শাশুড়িকে মেরে ফেলুন !!!!!
আজ প্রায় ৬ বছর হল আমার বিয়ে হয়েছে।আমার মা নেই।ভেবেছিলাম শাশুরিকে মায়ের মত দেখব।
কিন্তু কিভাবে?উফফফ!বিরক্ত আমি শাশুরির যন্ত্রণায়!বিয়ের পর থেকে আমার ভুল ধরেই যাচ্ছেন।যতই ভাল কাজ করি না কেন উনার পছন্দ হয় না।
সারাটা দিন আমার পেছনে লেগে থাকেন।প্রথম প্রথম চুপ থাকলেও একসময় সমান তালে আমিও শুরু করলাম।সারাদিন ঘরে অশান্তি।স্বামী আমাদের উপর চরম বিরক্ত,রাগ।বাসায় এসে শান্তি পায় না,যতক্ষণ পারে বাইরে সময় কাটায়।কার ভাল্লাগে এইসব?
উপায় না দেখে আমার এক চাচার কাছে গেলাম যিনি একজন গবেষক কাম বিজ্ঞানি। সমস্ত ঘটনা খুলে বলার পর বললাম-
-ইচ্ছা করে শাশুরিকে মেরে ফেলি।
-সরাসরি মারলে তুইত বাচতে পারবি না।এক কাজ কর,আস্তে আস্তে মার।এই পাওডার রাখ।প্রতিবেলায় এক চামচ করে শাশুরির খাবারের মধ্যে মিশিয়ে খাওয়াবি।বেশি দিলে কিন্তু ধুম করে মরে যাবে। তখন আরেক ক্যাচাল। তাই আস্তে আস্তে উনারে মার।তবে তুই কিন্তু অবশ্যই তার সাথে ভাল ব্যাবহার করবি।যত যাই করুক না কেন ওই মহিলা কোনভাবেই খারাপ ব্যাবহার করবি না।
আমি খুশি মনে ফিরে এলাম।
প্রতিদিন শাশুরিকে অল্প অল্প করে পাউডার খাওয়াতে লাগলাম এবং যতই খারাপ ব্যাবহার করুন না কেন আমি ভাল ব্যাবহার করতে লাগলাম।কোনভাবেই তার সাথে তর্ক করি না,যা করতে বলে তাই করি। কিছুদিন এভাবে যাওয়ার পর শাশুড়ির প্রতি আর রাগ হয় না আমার। নিজের প্রতি এক অসম্ভব নিয়ন্ত্রন আর সব কিছুতে অসম্ভব ধৈর্য দেখে আমি নিজেই অবাক।অন্যদিকে আমার শাশুড়ীও পরিবর্তন হয়ে গেছেন।
আমার পেছনে আর লেগে থাকেন না।কোন কাজে ভুল হলে কিছু বলেন না। আমার স্বামী আমাকে কোন কারনে বকাঝকা করলে উনি সামনে এসে দাঁড়ান। বাসায় কেউ আসলে আমার প্রশংসা করেন আর বলেন,বউটাকে কত বকি,বউটা একটুও তর্ক করে না।মেয়েটা সত্যি অনেক লক্ষি"।
এর মধ্যে শাশুরিকে পাউডার খাওয়ানো বন্ধ করে দিয়েছি এবং চাচার কাছে গিয়ে যত পাউডার শাশুরিকে খাওয়াছি তা শরীর থেকে কিভাবে বের করা যায়, মায়ের মত শাশুড়িকে মারতে চাই না,যা করেছি আমি না বুঝে করেছি,শাশুরি খুব ভাল মানুষ বলে বলে কান্না জুড়ে দিলাম।চাচা হেসে দিয়ে বললেন,
-ওইটা কোন খারাপ পাউডার না আর কোন বিষও না।ওইটা ভিটামিন । আসলে বিষ হল আমাদের মন। মনটাকে পরিবর্তন করো শান্তি পাবো।
আর এক্ষেত্রে যদি আমরা ইসলামের বিধান অনুস্বরণ করতে পারি,,তাহলে সংসার-গুলো হয়ে যাবে বেহেস্তের ছোট্ট-টুকরা,!!
(চীনা গল্প অবলম্বনে)
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯