প্রথম ম্যাচেই ভুটানকে বিধ্বস্ত করে ছেড়েছে বাংলাদেশ। আজকের খেলাতে ভুটানকে ৪-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের শিরোপা জয়ের মিশন শুরু করেছে। দলের পক্ষে এনামুল ২টি, প্রাণতোষ ও এমিলি ১টি করে গোল করেন।
গত পঞ্চম সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কায় এই ভুটানের সঙ্গে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল। কিন্তু আজ ভুটানের সাথে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ ।
আমার সত্যি কথা আজকে বাংলাদেশের খেলা দেখে ব্রাজিল ব্রাজিল মনে হয়েছে , ওফ এত আক্রমণ , আক্রমনের পর আক্রমণ ।
খেলার ১০ মিনিটে উজ্জ্বলের কর্নার কিক থেকে পাওয়া বলে বক্সে দাঁড়িয়ে থাকা মিশু থেকে বল পেয়ে প্রথম গোল করেন প্রাণতোষ ।
দ্বিতীয় গোলটিতে ও অ্যাসিস্ট করেন প্রাণতোষ , গোল করেন এনামুল ।
এর পর যদি ও ভুটান ভুয়া পেনাল্টি থেকে একটা গোল শোধ করে , যদি ও আমার কাছে সেটা কখনই পেনাল্টি দেবার মত ফাউল মনে হয় নি।
তৃতীয় গোলটি ও করেন এনামুল হেডে কর্নার কিক থেকে ।
তবে চতুর্থ গোলটি করেন এমিলি , অসাধারণ গোল , অসাধারণ ; বাংলাদেশের সেরা স্ট্রাইকার ।
এছাড়া ও সারা ম্যাচে বাংলাদেশ প্রচুর সুযোগ পেয়েছে, বারে লেগে ফিরে এসেছে ।
ইপি এল , চ্যাম্পিয়নস লীগ , স্প্যানিশ লীগ দেখার পাশাপাশি আমাদের দেশের ক্লাব ফুটবল ও দেখা উচিত । আজকে খেলাটা টিভিতে দেখলেও আশা করি পরবর্তী খেলা টা মাঠে গিয়ে দেখব ।
আমার বিশ্বাস বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৩০