নেশার আগুন জ্বেলে
তুমি কে শোনো মোর গান
এসো প্রানের প্রদীপ জ্বালি
তোমার তরে
এ আমার আহবান
আঁধারে চেয়ে থেকে কোন
বাবার আহবান
কেঁদে কেঁদে অন্ধ কত শত
মায়ের আহবান
সবার তরে আকুল করা
এ আমার আহবান
তিলে তিলে কেন ক্ষয়ে যাবে তুমি
কেন কালনাগিনীর বিষের পেয়ালা চুমি
এ বিষের জ্বালা ঢেলেছ তুমি এ রক্তের মাঝে
এ রক্তের কাছে জেনো রয়েছ চিরঋণী
পেথেড্রিন হেরোইন নেশার আস্তানা
দুমড়ে মুচড়ে দিতে ধরো এ হাতখানা
চলো প্রতিরোধ গড়ে তুলি
বিশ্বের প্রতি প্রান্তর জুড়ে
মরন আসে জেনে কভু পিছু ফেরো না
সময় রয়েছে এখনো ফেরার
মাদকবিহীন এক নতুন বিশ্ব গড়ার
ফিরে যদি এসো তবে আমরা দেব তোমার মায়ের
অশ্রুতে ভেজা হাসি উপহার
এসো প্রানের প্রদীপ জ্বালি
তোমার তরে
এ আমার আহবান
আঁধারে চেয়ে থেকে কোন
বাবার আহবান
কেঁদে কেঁদে অন্ধ কত শত
মায়ের আহবান
সবার তরে আকুল করা
এ আমার আহবান
[ আহবান]
ডাউনলোড লিংক
ব্যান্ড - নোভা
এ্যলবাম - আহবান