পৃথিবীটা একটা পাগলাগারদ! কিন্তু সবাই, সব দলের লোকই নিজেদের সুস্থ ও স্বাভাবিক বলে দাবি করে। আসলেই কি তাই? আসুন দেখি ছোট্ট একটা গল্পের দ্বারা তা বোঝার চেষ্টা করিঃ
পার্কে এক পাগল দিগম্বর অবস্থায় এলোমেল ঘুরে বেড়াচ্ছে। হটাৎ আরেক আরেক পাগলের সাথে দেখা। তার পড়নে ছেড়া ময়লা অল্প বিস্তর এক লুঙ্গি।
দ্বিতীয় পাগল প্রথম পাগলকে উদ্দেশ্য করে-
কি ভাই! আপনি এভাবে ন্যাংটা হয়ে ঘুইরা বেড়াইতেছেন ক্যান? আপনার লজ্জা লাগে না? মাইনসে কি ভাববো!
‘ভাই, পেটের ক্ষিদায় লজ্জা কাছে আইতে পারে না’- প্রথম পাগলের জবাব।
‘ধূর মিয়া! আপনেরে দেইখ্যা তো আমার লজ্জা লাগতাছে! এই লন আমার লুঙ্গিটা আপনে পড়েন।’ বলেই দ্বিতীয় পাগল নিজের ত্যানা লুঙ্গিটা খুলে তাকে দিয়ে মনের খেয়ালে গান গাইতে গাইতে অন্যত্র চলে গেল।
প্রথম পাগল এবার সেই ত্যানা লুঙ্গি বগলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুড়তে ঘুড়তে হটাত আরেক পাগলের সাথে দেখা।
এবার তৃতীয় পাগল প্রথম পাগলকে উদ্দেশ্য করে বললেন, ‘ ভাই আপনে লুঙ্গি এভাবে বগলে নিয়ে ঘুরতাছেন ক্যান?
‘ভাই – পার্কে এত এত মানুষ! একটু জায়গা জায়গা খুঁজতাছি লুঙ্গিটা পড়নের!’ প্রথম পাগলের জবাব।
‘ ভাই, আমিও তিন দিন ধইরা ন্যাংটায় ঘুইরা অবশেষে মতিঝিলের রাস্তা থাইক্যা পইড়া আইছি আমার এই পেন্টটা’ তৃতীয় পাগলের জবাব। এই হল পাগলাগারদের পাগলদের কারবার!
মূলতঃ আমাদের কার কি ব্যর্থতা বা ঘাটতি নিজেরা নিজেদেরটা কখনোই বোঝা বা খুঁজে বের করার চেষ্টা করি না। কেবল অন্যের দিকে আঙ্গুল তুলি। কিংবা কেউ ভুল ধরিয়ে দিলেও তা ভালভাবে নেই না পারলে তেড়ে গিয়ে পাল্টা আক্রমণ করার চেষ্টা করি!
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৪৬