৬০ এর দশকে ভারতের অধীন বাংলায় ও পাকিস্তানের বাংলায়, উভয় বাংলাতেই তরুণেরা গ্রামে চলে গিয়েছিল, বিপ্লব করার আশায়।
এই গ্রামগামী তরুণেরা নকশাল ও সর্বহারা আন্দোলনের তাপে কাপন ধরিয়েছিলো উভয় বাংলাতেই।
এর চার দশক পরে ঢাকায় কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন পার করতে এসে প্রশ্ন জেগেছিল বিপ্লবের জন্য গ্রামে গমন উচিত হয়েছে কি।
মনে হতো, না ঢাকায় চাকরি-বাকরি করতে করতে, স্বাভাবিক জীবন-যাপন করতে করতেই বিপ্লবের কাজ করা যায়।
এই ধারণা তৈরি হয়েছিল ষাটের দশকে ঢাকা থেকে গ্রামে যাওয়া তরুণদের মধ্যে বুড়ো হয়ে যাওয়া কিছু মানুষকে দেখে। তাদের দেখেছে ঢাকায় বড় বড় দোকান খুলিয়া বিপ্লবের সওদা বেচতেছেন।
সংবাদপত্র ও টেলিভিশনের তরফে জানি তারাই দেশের সবচেয়ে বড় বিপ্লবী।
তো আমিও মনে করলাম দেখা যাক না, এভাবে আমিও বিপ্লব করতে পারি কি না।
সত্য কথা হচ্ছে এখন ঢাকায় থেকে জীবনটাকে চালিয়ে নিতে গেলে বিপ্লব ছাড়তেই হবে, প্রফেশনালী চাকরি করতে হবে।
অথবা বিপ্লব করার জন্য ঢাকার বর্নালী জীবন ছেড়ে দিয়ে গ্রামে চলে যেতে হবে, চাকরি-বাকরি করা যাবে না।
এখন ভাবতেছি কী করবো।
যাই করি না কেন সেইটা আমার জীবনে রাজনৈতিক সিদ্ধান্ত হবে।
১. ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০০ ০