আমগো মতো পথের ফকিরগো কথা ভাইবা আমাদের ভাই (আমার তারে ভাইই মনে হয়

মোর প্রিয়া হবে এসো রাণী,
দেবো খোঁপায় তারার ফুল (আসমান থেইকা একটা খুইলা আনমু

কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল (রাইতের বেলা পাইড়া আনমু, কেউ দেখবো না

জোছনার সাথে চন্দন দিয়া, মাখাবো তোমার গায়ে (খালি পূর্ণিমাডা আসুক, আর চন্দন তো জঙ্গলে গিয়া ডাল ভাইঙ্গা আনলেই হইলো

রামধনু হতে লাল রঙ ছানি আলতা পরাবো পায়ে (খালি বৃষ্টির অপেক্ষা

আমার গানের সাত সুর দিয়া, তোমার বাসর রচিবোগো প্রিয়া......তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল (হা হা হা, ভাবসেন এইবার যামু কই? কাগজ কলম তো লাগবোই, আরে নারে ভাই আমি তো চারণ কবি......মুখে মুখে গান কবিতা সব হয়




একটা পয়সা খরচ না কইরা কি সাজটা সাজাইলাম, দেখলেন?? এমন কি বাসরও ফ্রী........


অফটপিকঃ এই জন্যই নজরুল হইলো ভাই........ভাবই আলাদা........আর আপামনিগোরে ডায়মণ্ড নেকলেস না দিয়া এই গানডা শুনান........বিনা দ্বিধায় কওয়া যায়, চউক্ষের পানি ফালাইতে ফালাইতে কইবো "তুমি আমারে এতো ভালবাসো!!!!






