১। মন চায়, ঢাকার শহরের সব প্রাইভেট কার এর উইন্ড শিল্ড বাইরাইয়া ভাইঙ্গা দেই। একটা কইরা লোক বইয়া থাকে আর রাস্তাডা পুরা জ্যাম লাগাইয়া দেয়। আমরা বাস এ বইয়া ঘামি।
২। মন চায়, দেশের সব এসি ভাইঙ্গালাই। হালার ৯০% পাবলিক গরমে মরে আর উনারা এসি খায়।
৩। মন চায়, প্রভা রাজীব দুই ডারে ধইরা কইস্যা পিডাই। হালার লজ্জা নাইলে নাই, মিনিমাম নৈতিকতা ত থাকব!
৪। মন চায়, ফুটপাথের দোকান ডি লাইত্থাইয়া ফালাইয়া দেই। আর যে বলদ গুলা হাটতে হাটতে ওই সব দোকানে তেরছা হইয়া খারাইয়া পরে অগোরে ঠাডাইয়া থাপড়াই।
৫। মন চায়, ফুটপাথ দিয়া মটর সাইকেল চালায়া যে হালারা আবার হর্ণ মারে অগোরে জুতার মালা পরাইয়া বাইকটা রাইখা ছাইরা দেই।
৬। মন চায়, বৃষ্টির দিনে আগুন গরম আর আগুন ঝাল খিচুড়ি খাই, লগে দুইটা তেলে ভাজা শুকনা মরিচ, কচি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, কসানো গরুর মাংস। এরপর একটা বাংলা ফাইভ।
৭। মন চায়, বারোটা পর্যন্ত ঘুমাইয়া এরপর আস্তে ধীরে অফিসে আসি নাইলে না ই আইলাম।
৮। মন চায়, একটা বিয়া করি।
........ (আরো বহুত, বহুত কিছু)
কিন্তু করবার তো পারি না মামা





