আমি এ পর্যন্ত যতোজন মানুষের সাথে ঈদ বিষয়ে কথা বলেছি , প্রায় সবাই ঈদ নিয়ে ভীষণ ডিপ্রেসড । “সেই দিনকি আছে” , “আগে কত কি করতাম” , “আগে গরুর মাংস ৪০ টাকা কেজি ছিলো” ইত্যাদি ইত্যাদি । কিন্তু , ঈদের কথা বললেই সবার চোখ চকচক করে ওঠে , বাসে – ট্রেনে – লঞ্চে বাদুরঝোলা হয়ে মানুষেরা যখন ঈদে বাসায় ফেরে তখন তাদের জোখমুখ আনন্দে ঝলমল করে ।বাসায় যাইতেছি , এই আনন্দ রাখার যায়গা নাই । বাসায় ফেরামাত্র ফেসবুকে স্ট্যাটাস “ হোম, সুইট হোম “
আমি জানিনা এই কথাটা কার মাথা দিয়া আসছিলো , কিন্তু কথাটা চিরন্তন সত্য । হোম , বাড়ি , ঘর , দেশ – তাকে যেজন যেনামেই ডাকুক না কেন , তার স্থান হৃদয়ের অতি সন্নিকটে । আর বাসায় আসার জন্য , পুরনো মাঠে বসে হারানো বন্ধুদের সাথে তাসের আড্ডার জন্য , অথবা বাবার পাশে বসে থাকা , অথবা মায়ের হাতের রান্নার জন্য , ঈদের চেয়ে ভালো কোন অজুহাত নেই ।
তবুও যতদিন চলে যাচ্ছে , প্রতিটি ঈদ হয়ে পড়ছে আরও একটু অপ্রয়োজনীয় , আর একটু সাদাকালো ।পথের পাশে আমার ছেলেবেলা মুখ থুবড়ে পড়ে , ঈদের কোন জামা নেই তার কাছে । আগেও ঈদ করতাম। এখনো করি। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। এখন ঈদে আমি অনেক কিছুই করিনা বা করতে পারিনা। প্রতি নিয়ত মিস করা কিছু বিষয় নিয়ে এই পোষ্টের অবতারণা...............।
-----------------------------------------------
সেলামী: একটা সময় পর্যন্ত ঈদের প্রধান আকর্ষণ মানেই ছিল সেলামী। অসম্ভব মজার ছিল সেই ঈদ গুলো। নতুন টাকার নোট গুলো হাতে পেলে খুবই মজা লাগতো। সমবয়সীদের মাঝে সবসময় একটা প্রতিযোগিতা চলতো। কে কার চেয়ে বেশি টাকা পেল, এবং দিনশেষে কার কাছে বেশি টাকা থাকলো। ( আমার কাছেই যে সবচেয়ে বেশি টাকা থাকতো এটা নিশ্চয় আর বলে দিতে হবেনা।
এখন পুরো ব্যাপারটাই উল্টে গেছে। এখন আর কেউ সেলামী দিতে চায়না ( । উপরন্তু মাঝে মাঝেই আমাকে কিছু সেলামী দিতে হয়। তবে এটার একটা আলাদা মজা আছে। সবাই এটা বুঝবে না। বিশেষ করে ছোটরা যে আনন্দটা পায় সেটা আমাকে নিজের ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়.........।
-----------------------------------------------
বেড়াতে যাওয়া: এই ব্যাপারটা খুব মিস করি। আগে ঈদে অনেক বেড়াতাম। এখন আর সেটা পারিনা। ঈদের জামাত শেষে আগে বন্ধুদের সাথে বের হতাম। একটু বেলা হলেই খালার বাসা, নানুর বাড়ি আর মামার বাসায় যেতাম।
এখন আমি ঈদের নামাজ শেষে হয় নেটে বসি অথবা ঘুম দেই। এক ঘুমে দিন পার। ( বিশেষ করে এই কুরবানির ঈদে। ) রাতে খেয়ে দেয়ে আবার ঘুম...............।
-----------------------------------------------
ঈদের জামা:আগে ঈদে কিনবো না কিনবো না করে অনেক গুলো জামা কাপড় কিনে ফেলতাম। সবচেয়ে ভালো ড্রেসটা ঈদেই কিনতে চাইতাম। সেগুলো লুকিয়ে রাখার একটা ব্যাপার ছিল। ( যদিও আমি লুকানোর চেয়ে সবাইকে দেখিয়ে হিংসায় জ্বালিয়ে দিতেই বেশি ইচ্ছুক ছিলাম। ) আর এক্সট্রা ভাবের কথা নাই বা বললাম............।
এখন ঈদকে উপলক্ষ করে কাপড় খুব একটা কেনা হয়না। যখন মনে হয় কেনা দরকার তখনই কিনে ফেলি। তাই আগের সেই মজাটা আর পাইনা।
তারপরে ও ঈদের দিনটা ভালো কাটুক সবার এ কামনা করি। সবাই ভালো থাকো এ সুস্থ থাকো।
আসুন নিজ স্বার্থে কুরবানি শেষে নিজ নিজ এলাকার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে চারপাশ ও পরিবেশ ঠিক রাখি।
‘‘ঈদ মোবারক’’
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২২