পিরিতের ফিল্ডে কখনোই স্ট্রাইকার হিসেবে নামি নাই! সব সময় গোলকিপার হয়ে চেষ্টা করছি কেউ যেন কোন ফাঁকে পিরিতের গোল দিয়া না যায়। গোলপোস্টটা ভালমতোই আগলাইয়া রাখছি যদিও কয়েকটা ঘটনা সুপার ক্লোজ হইয়া গেছিল। মাঝে মাঝে এমনও হইছে যে আমি গোলপোস্ট ছাইড়া গ্যালারিতে বইয়া বইয়া গেম দেখছি!একবার অবশ্য নিজেই নিজের পোস্টে গোল দিয়া দিছিলাম। ওইটা ছাড়া আর কোন গোল অবশ্য খাই নাই।
ইদানীং একটা বই পরছি “এন ইডিয়ট ইন লাভ!!!” বেসিক্যালি বইটাতে হিরোর পিরিতজনিত এডভেঞ্চার আর তার সাথে বোনাস হিসেবে বোকামি/অকয়ারডনেস গুলাই মেইন ছিল! বইটা পড়ার সময় আমার নিজেরে সবচেয়ে বড় ইডিয়ট মনে হইতেছিল! মনে হইতেছিল আমার পিরিতের!!! গল্পগুলাও শেয়ার করা উচিত। আম্রিকা আসার কারনে শেয়ার করার মতন কাছের বন্ধুগুলারে আর তেমন পাই না। আমি অবশ্য কাউরে দোষ দেইনা এই জন্য। আমি বুঝি ব্যাস্ততা কি জিনিস।
আর আম্রিকার কথা আর নাই বলি। আইসা উঠছি সব বড়ভাইদের সাথে যারা গড়ে আমার চেয়ে দশ বছরে সিনিয়র। ক্যামনে হয়? কিংসবোরোতেও খুব বেশি বাংলাদেশি দেখিনি, যাও ছিল আমার মুখচোরা স্বভাবের জন্য কারো সাথে তেমন ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি (একসেপ্ট ওয়ান ব্রিফ এক্সেপশন)! আসলে যতক্ষণ পর্যন্ত আমি শিওর না হই যে,আমার ফ্রেন্ড আমার সার্থকে তার স্বার্থের উপরে স্থান দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আই সিমপ্লি ডু নট ওপেন আপ অর লিমিট থিংস এট এ সারটেইন লেভেল।! ফ্রেন্ডশিপের এরকম হাই বার পুশড মি ইনটু সলিটারি কনফাইনমেন্ট! ইট টুক মি সাম টাইম টু রিয়ালাইজ দ্যাট, ইট ইজ হাইলি আনলাইকলি টু গেট সাচ এ ফ্রেন্ড এন্ড আই পুশড দ্যা লিমিট ঠু ফার।
তাহলে এখন কি? কিচ্ছু না! বলগ আছে না!!! মাই ইডিয়টগিরি ইজ কামিং আপ ইন এ সিরিজ অফ ব্লগ পুস্টস!!!!
বিঃ দ্রঃ আমি কিন্তু গোলকিপার স্ট্রাইকার না।স্ট্রাইক দেখতে চাইলে হতাশ হইতে হইবেক!
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩