শুভেচ্ছা নিবেন। আজ আলোচনা করব গুগল মামা সাইট নির্বাচনে কি কি বিষয় পছন্দ করে না। গুগল অ্যাডসেন্স খুব কঠিন একটি বিষয় যারা নিয়ম মেনে কাজ করে না তাদের জন্য। তবে নিয়ম মেনে কাজ করলে গুগল অ্যাডসেন্স থেকে আয় করা খুব কঠিন কিছু না। তবে আপনার কাজে ধারাবাহিকতা থাকতে হবে। গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে হলে প্রথম শর্ত আপনার একটি সাইট থাকতে হবে। যেখানে ভাল মানের কনটেন্ট থাকবে। কনটেন্ট হতে হবে ইউনিক। শুধু ইউনিকই না তার স্বত্বাধীকারী হতে হবে আপনাকে। গুগল মামা HACKING/CRACKING CONTENT পছন্দ করে না। স্যাটেলাইট, ডাউনলোড ষ্ট্রেমিং সহ অন্যের কপিরাইটকৃত কনটেন্ট ব্যবহার সম্পূর্ণ নিষেধ।
আপনার সাইটে গুগলের বিজ্ঞাপন বসানোর পর হেল্প প্লিজ, আমাদের সাহায্য করুন, ক্লিক করুন প্রভূতি শব্দ যা বিজ্ঞাপনে ক্লিকের জন্য ভিজিটরদের উদ্বুদ্ধ করে এমন শব্দ ব্যবহার করা যাবে না।
AdSense এর নেটওয়ার্ক পরিবার বান্ধব নিরাপদ হতে হয়। ছবি এবং ভিডিও যা নগ্নতা বা যৌন কার্যকলাপ বোঝায় তাতে গুগল বিজ্ঞাপন প্রদর্শনের অনুমোদন দেয় না। নিচে কিছু উদাহরণ দেয়া হলো:
লুচ্চা বা উত্তেজক ছবি
অমার্জিত বা অশোভন প্রাপ্তবয়স্ক গল্প সহ ভাষা,
যৌন টিপস বা উপদেশ
যৌন ফেটিশ সাইট (যেমন পাদদেশ ফেটিশ বিষয়বস্তু)
পূর্ণবয়স্ক খেলনা বা পণ্য
বিজ্ঞাপন বা লিঙ্ক বহিরাগত প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু ধারণকারী সাইট
জুয়া খেলা অথবা ক্যাসিনো-সম্পর্কিত বিষয়বস্তু সহ সাইটে গুগুল বিজ্ঞাপনগুলি স্থাপন করার অনুমতি দেয় না।
রক্তাক্ত ছবি, যুদ্ধ দৃশ্যে এবং ঘৃণ্য বা দুর্ঘটনার ধারণ করা চিত্রে গুগল বিজ্ঞাপন প্রদর্শন করার অনুমোদন দেয় না।
তাই গুগল অ্যাডসেন্স থেকে আয় শুরু করার জন্য সাইট নির্বাচনের আগে উপরোক্ত বিষয় গুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আপনি অন্য সাইট থেকে গুগল অ্যাডসেন্স একাউন্ট করে ওইসব সাইটে বিজ্ঞাপন বসালেও সাইট ডিজাবল হবার সম্ভাবনা শতভাগ।
গুগল অ্যাডসেন্স বিষয়ে আরো জানতে ভিজিট করুন www.drooti.com