আবার বিয়ে সুবর্ণার
যা রটে তা বটে-এ সত্য আবারও প্রমাণ করলেন সুবর্ণা। বিয়ে করলেন আরও একবার। বর তরুণ নাট্য পরিচালক বদরুল আনাম সৌদ। বেশ কমাস ধরেই মিডিয়ার বাতাসে ভেসে বেড়াচ্ছিল তাদের সম্পর্কের খবর। তবে দুজনে বরাবরই অস্বীকার করে আসছিলেন তা। গতকাল সকাল ১০টায় বরের এক ঘনিষ্ঠ বন্ধুর উত্তরার বাসায় সম্পন্ন হয় দুজনের বিয়ে অনুষ্ঠান। দশ লাখ এক টাকা দেনমোহরে বদরুল আনাম সৌদের সঙ্গে বিয়ে হয় সুবর্ণা মুস্তাফার।
দুই পরিবারের সদস্য আর বর-কনের ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু-বান্ধব ছাড়া আর কেউ বিয়েতে উপস্থিত ছিলেন না। বিয়েতে উকিল ছিলেন সুবর্ণার ঘনিষ্ঠ বন্ধু মাহবুব। সাক্ষী ছিলেন (বর পক্ষ) সৌদের ঘনিষ্ঠ বন্ধু বিপিন এবং (কনে পক্ষ) সুবর্ণার ঘনিষ্ঠ এক নাট্যকার ও নির্মাতা।
গতকাল রাতেই সৌদের এক বন্ধুর বাসায় ফুলশয্যা হয় নবদম্পতির।
আগামী দশ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সুবর্ণাকে নিজের ফ্ল্যাটে তুলে নেবেন সৌদ। এ কদিন তারা তাদের বন্ধুর বাসায়ই থাকবেন। গত ১৮ই মার্চ হুমায়ূন ফরীদির সঙ্গে ডিভোর্সের মাধ্যমে সুবর্ণার ২৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। এর মাস কয়েক আগে থেকেই সৌদের সঙ্গে তার নাম জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল।
এ রকম গুজব-গুঞ্জনে জড়ানো দীর্ঘ প্রণয়ের পর এক কন্যার পিতা হুমায়ুন ফরীদিকে সুবর্ণা বিয়ে করেছিলেন ১৯৮৬ সালের নভেম্বরে। কিন্তু বিয়ের এক দশক না পেরোতেই তাদের সংসারে দেখা দেয় অশনি সঙ্কেত। পরবর্তী দশ বছর এক ছাদের নিচে বসবাস করলেও তারা আলাদা ঘরে থাকতেন বলে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়।
এ ব্যাপারে সুবর্ণা অনেকবার ফরীদিকে সতর্ক করে দিলেও কোন কাজ হয়নি। তাই এক পর্যায়ে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কিন্তু বাইরে এ ব্যাপারটি কখনও তারা বুঝতেই দেননি। অভিনেত্রী আফসানা মিমি ও বদরুল আনাম সৌদের যৌথ পরিচালনায় ডেইলি সোপ ?ডলস হাউস-এর শুটিং করার সময় সৌদের মাঝেই সুবর্ণা খুঁজে পান তার অতৃপ্ত ভালবাসাকে ভরিয়ে দেয়ার মানুষটিকে।
আড়ালে-আবডালে তখনই গড়ে ওঠে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। বয়সে বিস্তর ব্যবধান সত্ত্বেও। জানা যায়, এ সম্পর্ক পড়ে তোলার নেপথ্যে ছিলেন ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী। আর ওই সম্পর্কের টানেই এক সময় ফরীদির ধানমন্ডির ১০/এ বাসা ছেড়ে উত্তরায় মায়ের বাসায় ওঠেন সুবর্ণা। প্রথমে কিছুদিন কেবলমাত্র আলাদা থাকার কথা বললেও সুবর্ণা গত ১৮ই মার্চ ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেন ফরীদিকে। ওই সঙ্গে অবসান ঘটে ফরীদি-সুবর্ণার দুই যুগের দাম্পত্য জীবনের।
আলোচিত ব্লগ
পার্বত্য চট্টগ্রাম- মিয়ানমার-মিজোরাম ও মনিপুর রাজ্য মিলে খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে?
মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা সেপ্টেম্বর মাসে আমেরিকা ভ্রমণ করেছেন । সেখানে তিনি ইন্ডিয়ানা তে বক্তব্য প্রদান কালে ক্ষুদ্র নৃগোষ্ঠী chin-kuki-zo দের জন্য আলাদা রাষ্ট্র গঠনে আমেরিকার সাহায্য চেয়েছেন।... ...বাকিটুকু পড়ুন
হাসান মাহমুদ গর্ত থেকে বের হয়েছে
যুক্তরাষ্ট্রের একটি বাংলা টেলিভিশন চ্যানেল হাসান মাহমুদের সাক্ষাৎকার প্রচার করেছে। আমি ভাবতেও পারি নাই উনি এতো তারাতারি গর্ত থেকে বের হয়ে আসবে। এই লোকের কথা শুনলে আমার গায়ের লোম... ...বাকিটুকু পড়ুন
দারিদ্রতা দূরীকরণে যাকাতের তাৎপর্য কতটুকু?
দরিদ্র দূরীকরণে যাকাতের কোনো ভূমিকা নেই।
যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায় না। যাকাত বহু বছর আগের সিস্টেম। এই সিস্টেম আজকের আধুনিক যুগে কাজ করবে না। বিশ্ব অনেক... ...বাকিটুকু পড়ুন
শেখস্তান.....
শেখস্তান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন
সেকালের বিয়ের খাওয়া
শহীদুল ইসলাম প্রামানিক
১৯৬৮ সালের ঘটনা। বর আমার দূর সম্পর্কের ফুফাতো ভাই। নাম মোঃ মোফাত আলী। তার বিয়েটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছিল। বাবা ছিলেন সেই বিয়ের মাতব্বর।... ...বাকিটুকু পড়ুন