ছবি-মিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রবীন্দ্রনাথের বিজয়িনী হলেন ফারজানা ছবি
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প প্রতিহিংসা অবলম্বনে নির্মিত বিজয়িনী নাটকে নাম ভূমিকায় অর্থাৎ বিজয়িনী চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রহমান ছবি। গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন রহিমা তাসনুম অনু। নির্দেশকও দিয়েছেন তিনি। এ নাটকেই ফারজানা রহমান ছবির বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা শোয়েব।
বিজয়িনী চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে ফারজানা রহমান ছবি বলেন, আমার ছরিত্রটি জমিদারের স্ত্রীর একটি চরিত্র। সে বেশ অহংকারী নারী। ভাল লেগেছে সাহিত্যনির্ভর এই কাজটি করে। ফারজানা রহমান ছবি আরও বলেন, সত্যিকথা বলতে সাহিত্যনির্ভর নাটকের প্রতি আমার আগ্রহ সবসময়ই একটু বেশি। তার ওপর আবার রবীন্দ্র সাহিত্যের প্রতি আমি একটু বেশি দুর্বল।
চরিত্রটিতে কাজ করতে গিয়ে মনে হয়েছে নিজের চাওয়ার অংশটুকু পূরণ হতে চলেছে। বিজয়িনী ছাড়া অন্য নাটক প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি কাগজের ফুল নামে ভিন্ন ধরনের গল্পনির্ভর একটি নাটকে অভিনয় করেছি। গ্রামীণ গল্পনির্ভর ওই নাটকটিতে আমাকে দেখা যাবে হতদরিদ্র একজন মেয়ের চরিত্রে।
উল্লেখ্য, ফারজানা রহমান ছবি অভিনীত এক এ শূন্য দশ সহ আরও কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি রয়েছে। অন্যদিকে নাটকের বাইরে প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে চলচ্চিত্রটির শুটিং চলছে।
মিতা নূরের ফ্রেম কাব্য
ব্যস্ত অভিনেত্রী মিতা নূর সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করছেন। নাম ফ্রেম কাব্য । আনজীর লিটনের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে তিনি প্রথমবারের মতো অভিনয় করছেন এই সময়ের আর এক ব্যস্ত অভিনেতা কবি রিফাত চৌধুরীর সঙ্গে। সর্বদা হাসিমুখের মানুষ রিফাত চৌধুরী পর্দায় নিজের সাবলীল উপস্থাপনের মাধ্যমে দর্শকদের মনমন্দিরে একটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন।
বন মানুষ, বাইসাইকেল, ৪২০, ক্যারাম, মুড়ির টিন, সেন্ট্রাল মেন্টাল হাসপাতাল রিফাত চৌধুরীর উল্লেখযোগ্য নাটকগুলোর অন্যতম। রিফাত চৌধুরীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে মিতানুর বলেন, খুব বেশি দিন না হলেও অল্প সময়ের মধ্যেই রিফাত ভাইয়ের অভিনয় দর্শকদের দৃষ্টি কেড়েছে।
অনেক ভাল মনের মানুষ তিনি। আশা করছি তার সঙ্গে কাজ করতে ভাল লাগবে। টেলিফিল্মটিতে আমি তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। অন্যান্য ব্যস্ততা? সাইফুল ইসলাম মান্নুর ২৬ পর্বের ধারাবাহিক কারও কোন নীতি নাই, জীবন তো একটাই, কায়সার আহমেদের টমটম, আবু আল সাইদের একক নাটক বাবার বাবা-এর শুটিং নিয়ে দারুণ ব্যস্ততায় সময় পার হচ্ছে। এছাড়া সাংসারিক কাজ তো থাকছেই।
অন্যদিকে রিফাত চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, টেলিফিল্মটিতে আমি একজন পেইন্টারের চরিত্রে অভিনয় করছি। খুব দৈন্যদশার মধ্য দিয়ে চলে আমার জীবন। মিতা নূর সম্পর্কে তিনি বলেন, খুব মেধাবী অভিনেত্রী। আগে কখনও তার সঙ্গে কাজ করা হয়নি।
আমার মনে হয় দর্শকরা টেলিফিল্মটি দেখে খুব মজা পাবেন।
এছাড়া অন্যান্য ব্যস্ততা? রিয়াজ রহমানের আদর্শলিপি, ইফতেখার ফাহমীর ১০০ পর্বের নাটক ধারাবাহিক হাউসফুল শরাফত জীবনের নাম ঠিক না হওয়া একটি ধারাবাহিক এবং মাসুদ সেজানের এইম ইন লাইফ-এর শুটিং নিয়ে ব্যস্ততায় সময় কাটছে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পার্বত্য চট্টগ্রাম- মিয়ানমার-মিজোরাম ও মনিপুর রাজ্য মিলে খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে?
মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা সেপ্টেম্বর মাসে আমেরিকা ভ্রমণ করেছেন । সেখানে তিনি ইন্ডিয়ানা তে বক্তব্য প্রদান কালে ক্ষুদ্র নৃগোষ্ঠী chin-kuki-zo দের জন্য আলাদা রাষ্ট্র গঠনে আমেরিকার সাহায্য চেয়েছেন।... ...বাকিটুকু পড়ুন
হাসান মাহমুদ গর্ত থেকে বের হয়েছে
যুক্তরাষ্ট্রের একটি বাংলা টেলিভিশন চ্যানেল হাসান মাহমুদের সাক্ষাৎকার প্রচার করেছে। আমি ভাবতেও পারি নাই উনি এতো তারাতারি গর্ত থেকে বের হয়ে আসবে। এই লোকের কথা শুনলে আমার গায়ের লোম... ...বাকিটুকু পড়ুন
দারিদ্রতা দূরীকরণে যাকাতের তাৎপর্য কতটুকু?
দরিদ্র দূরীকরণে যাকাতের কোনো ভূমিকা নেই।
যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায় না। যাকাত বহু বছর আগের সিস্টেম। এই সিস্টেম আজকের আধুনিক যুগে কাজ করবে না। বিশ্ব অনেক... ...বাকিটুকু পড়ুন
শেখস্তান.....
শেখস্তান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন
সেকালের বিয়ের খাওয়া
শহীদুল ইসলাম প্রামানিক
১৯৬৮ সালের ঘটনা। বর আমার দূর সম্পর্কের ফুফাতো ভাই। নাম মোঃ মোফাত আলী। তার বিয়েটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছিল। বাবা ছিলেন সেই বিয়ের মাতব্বর।... ...বাকিটুকু পড়ুন