তুষ্টির নতুন মিশন
শামীমা ইসলাম তুষ্টি মিডিয়ার অনেক শাখায় পথ চলছেন। একাধারে তিনি মডেল, মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। আবার নাচের ওপরও কাজ করেন। সেই সঙ্গে শিক্ষকতা পেশা তো রয়েছেই। একসঙ্গে এত কাজ? সামলান কি করে? তুষ্টি বলেন, সাংস্কৃতিক অঙ্গনের অনেক শাখায় জড়িত থাকলেও এবং শিক্ষকতাকে পেশা হিসেবে নিলেও আমি কিন্তু প্রচুর কাজ করি না।
তাই যদি করতাম তাহলে হয়তো আমাকে অনেক নাটকে দেখা যেত। আমি নাটক করলেও খুব কম করি। কারণ, শিক্ষকতা পেশার জন্য আমাকে অনেক বেশি সময় দিতে হয়। আবার মঞ্চের সঙ্গে জড়িত। সেখানেও সময় দিই। অন্যদিকে কিছুদিন আগে আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। সে কারণে খুব বেশি কাজ আমি করতে পারিনি।
পড়াশোনার জন্য অনেক সময় আমাকে দিতে হয়েছে। তাহলে কোন ধরনের মিশন নিয়ে পথ চলছেন? তুষ্টি জানান, নতুন একটি মিশন নিয়ে এগুচ্ছি আমি। নতুন মিশনটি হচ্ছে নাচের জন্য একটি স্কুল খুলতে চাই। সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। আমার নিজের মনের মতো হবে স্কুলটি। যেহেতু ছোটবেলা থেকে আমি নাচের সঙ্গে জড়িত, তাই নাচ নিয়ে অনেক স্বপ্ন আমার। সেই স্বপ্ন পূরণের জন্যই আমি নাচের স্কুল করতে চাই।
এখনকার ব্যস্ততা কি নিয়ে? তুষ্টি বলেন, একুশে টেলিভিশনে আমার অভিনীত নতুন ধারাবাহিক একে শূন্য দশ প্রচার হচ্ছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন কায়সার আহমেদ। গ্রামীণ গল্পনির্ভর নাটকটিতে আমি সম্পূর্ণ বতিক্রমী একটি চরিত্রে অভিনয় করছি। খুব শিগগিরই কায়সার আহমেদের আরেকটি নতুন ধারাবাহিকে কাজ করার সম্ভাবনা আছে।
কিছুদিন আগে আবু আল সাঈদের নির্দেশনায় বাবার বাবা নামে একটি টেলিফিল্মে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। বেশ মজার ছিল আমার চরিত্রটি। ফিল্মের প্রসঙ্গে তুষ্টি বলেন, মাঝখানে কিছু ফিল্মের প্রস্তাব আমি পেয়েছি। কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। ফিল্ম প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার অভিনীত স্বপ্নডানায় ফিল্মটি এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছে। এজন্য আমি অনেক বেশি আনন্দিত।
উল্লেখ্য, শামীমা ইসলাম তুষ্টি লোকনাট্য দলের সঙ্গে দীর্ঘ ১৩ বছর ধরে সম্পৃক্ত রয়েছেন। এই দলের হয়ে তিনি অভিনয় করেছেন কঞ্জুস, সিদ্ধিদাতা, তপস্বী ও তরাদিনীসহ বেশ কয়েকটি নাটকে। মঞ্চের হয়ে দেশের বাইরেও নাটক করেছেন। আর নাচ শিখেছেন শিশু একাডেমী এবং বুলবুল ললিতকলা একাডেমী থেকে। নৃত্যশিল্পী হিসেবে বিটিভিতেও তালিকাভুক্ত হয়েছেন বেশ আগেই।
শিমু নায়িকা হতে চান
মেয়েটি বড় হয় রাজধানী শহরের একেবারে নিম্নবিত্ত ঘরে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন বড় হয়ে ফিল্মের নায়িকা হবে। আজন্ম এই ইচ্ছে আর স্বপ্নের ডালপালা নিয়ে সামনে এগোতে থাকে সে। কিন্তু সত্যি সত্যি সে নয়িকা হতে পারে না। এক সময় একজন উচ্চবিত্ত ঘরের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় তার।
বিয়ের পর শুরু হয় অন্য জীবন। যে জীবনের কথা মেয়েটি কখনও কল্পনাই করেনি। স্বামীর নির্যাতন মেয়েটির ওপর দিন দিন বাড়তে থাকে। দিন যত যায় স্বামী ব্যবসা-বাণিজ্যে তত লোকসান দিতে থাকে। ফলে নির্যাতনের ভারটা মেয়েটির ওপর বেশি মাত্রায় পড়ে। এভাবেই এগিয়ে যাবে একটি ধারাবাহিক নাটকের কাহিনী। নাটকের নাম ললিতা। মূলত ললিতাকে কেন্দ্র করেই ঘটবে যত নাটকীয় ঘটনা।
ললিতা চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। তার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন আরেক জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। একুশে টেলিভিশনের জন্য নাটকটি নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। নাট্যকার তিনি নিজেই। এ মাসেই শুরু হবে ললিতার শুটিং। উল্লেখ্য, এ নাটকে ললিতা চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল তিশার। কিন্তু শেষ পর্যন্ত তার পরিবর্তে শিমুকে নেয়া হয়।
এদিকে নতুন এই ধারাবাহিক নাটক ছাড়াও চলতি সময়ে সুমাইয়া শিমু ব্যস্ত সময় কাটাচ্ছেন বেশ কিছু একক নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকে শুটিং করে। তার অভিনীত প্রচার চলতি নাটকেও নিয়মিত শুটিং করছেন। প্রচার চলতি নাটকগুলো হচ্ছে- স্বপ্নচূড়া, ময়ূর বাহন । উল্লেখ্য, ললিতা চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী তিশার।