নতুন পরিচয়ে তানিয়া
নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন অভিনেত্রী তানিয়া হোসাইন। এবার নাট্যকার হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি। এক ঘণ্টার একটি নাটক লিখেছেন কিছুদিন আগে। নাটকের নাম কাঁচঘর । শুটিংও সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ বিশ্বাস। এতে তানিয়া হোসাইনের বিপরীতে অভিনয় করেছেন সজল। নতুন পরিচয় সম্পর্কে তানিয়া হোসাইন বলেন, কাঁচঘর আমার লেখা তৃতীয় এক ঘণ্টার নাটক।
আরও দুটি এক ঘণ্টার নাটক আমি লিখেছি। সেগুলোর শুটিং এখনও হয়নি। কাঁচঘর নাটকের গল্প জানতে চাইলে বলেন, খুব মজার গল্প নিয়ে এর কাহিনী এগিয়ে যাবে। দর্শকদের জন্য চমক রাখতে চাই। সে কারণে গল্প এখন বলছি না। কারণ বললে সব চমক শেষ হয়ে যাবে।
হঠাৎ নাট্যকার হিসেবে আবির্ভূত হওয়া প্রসঙ্গে বলেন, শখের বশে লিখছি।
আপাতত শখ হিসেবেই থাকবে। ভবিষ্যতে পুরোদমে লিখবো কিনা তা এখনই বলতে পারছি না। এটুকু বলতে পারি, মাঝে মাঝে নাটক লিখব। এখন পর্যন্ত লেখালেখি নিয়ে এটুকুই টার্গেট। তানিয়া হোসাইন আরও বলেন, আমার মূল জায়গা অভিনয়। অভিনেত্রী পরিচয় নিয়েই প্রতিষ্ঠা পেতে চাই। তাহলে উপস্থাপনা? একটু হেসে বলেন, উপস্থাপনা করবো।
এখন তো নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। অনুষ্ঠানের নাম ইয়াংক্রেজ। চ্যানেল ওয়ানে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। এটি প্রত্যেক সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে। ইয়াংক্রেজ উপস্থাপনা করা প্রসঙ্গে বলেন, অনুষ্ঠানটি ভালই জমে উঠেছে। বেশ সাড়া পাচ্ছি। অনেকেই প্রশংসা করছেন। যারা ইয়াং স্টার তারা অতিথি হয়ে আসছেন এই অনুষ্ঠানে। এ পর্যন্ত অতিথি হয়ে এসেছেন মোনালিসা, অপূর্ব, চাঁদনী, ইরেশ।
উপস্থাপনা প্রসঙ্গে তানিয়া হোসাইন আরও বলেন, অনুষ্ঠান উপস্থাপনার আরও প্রস্তাব পাচ্ছি। কিন্তু এখনই নতুন কোন অনুষ্ঠান উপস্থাপনায় হাত দিচ্ছি না। কারণ এখন অভিনয়ে প্রচুর সময় দিচ্ছি। সে কারণে এখন নতুন কোন অনুষ্ঠান উপস্থাপনা করা হবে না। বেশি অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলে অন্য কাজের ক্ষতি হবে। একটির ক্ষতি করে আরেকটি করতে চাইনি কখনও। আগামী দিনেও হয়তো করবো না।
অভিনয় প্রসঙ্গে বলেন, বর্তমানে আমার অভিনীত আটটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। একসঙ্গে এত নাটক প্রচার হওয়া প্রসঙ্গে বলেন, সত্যিই আমি এতগুলো নাটক প্রচার হওয়াতে বিরক্ত। চ্যানেল ঘুরালেই দেখি আমার নাটক। অবশ্য এত নাটক কিন্তু একসঙ্গে করিনি। বিভিন্ন সময়ে করেছি। কোনটি আবার নতুন করছি।
উল্লেখ্য, যেসব নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে সেগুলো হলো- ঘরকুটুম, চার বায়োস্কোপ, সমুদ্র জল, চোরকুঠরী, সোয়া পাঁচ আড়াইলেন, অর্কিড, ব্যস্ত ডাক্তার, মহানগর । নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে বলেন, এশিয়াটিকের সঙ্গে কথা হচ্ছে। চূড়ান্ত হলে সবাইকে জানাবো। উল্লেখ্য, এখন তানিয়া হোসাইন কাজ করেছেন আমজাদ হোসেনের নতুন মেগাসিরিয়াল রক্তের ডালপালা এবং মাসুমের বিন্দু থেকে বৃত্ত ধারাবাহিকে। এছাড়া দেবাশীষ বিশ্বাসের দুটি একক নাটকেও কাজ করেছেন। খুব শিগগিরই আরও কিছু নতুন ধারাবাহিকে কাজ শুরু করবেন।
আলোচিত ব্লগ
পার্বত্য চট্টগ্রাম- মিয়ানমার-মিজোরাম ও মনিপুর রাজ্য মিলে খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে?
মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা সেপ্টেম্বর মাসে আমেরিকা ভ্রমণ করেছেন । সেখানে তিনি ইন্ডিয়ানা তে বক্তব্য প্রদান কালে ক্ষুদ্র নৃগোষ্ঠী chin-kuki-zo দের জন্য আলাদা রাষ্ট্র গঠনে আমেরিকার সাহায্য চেয়েছেন।... ...বাকিটুকু পড়ুন
হাসান মাহমুদ গর্ত থেকে বের হয়েছে
যুক্তরাষ্ট্রের একটি বাংলা টেলিভিশন চ্যানেল হাসান মাহমুদের সাক্ষাৎকার প্রচার করেছে। আমি ভাবতেও পারি নাই উনি এতো তারাতারি গর্ত থেকে বের হয়ে আসবে। এই লোকের কথা শুনলে আমার গায়ের লোম... ...বাকিটুকু পড়ুন
দারিদ্রতা দূরীকরণে যাকাতের তাৎপর্য কতটুকু?
দরিদ্র দূরীকরণে যাকাতের কোনো ভূমিকা নেই।
যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায় না। যাকাত বহু বছর আগের সিস্টেম। এই সিস্টেম আজকের আধুনিক যুগে কাজ করবে না। বিশ্ব অনেক... ...বাকিটুকু পড়ুন
শেখস্তান.....
শেখস্তান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন
সেকালের বিয়ের খাওয়া
শহীদুল ইসলাম প্রামানিক
১৯৬৮ সালের ঘটনা। বর আমার দূর সম্পর্কের ফুফাতো ভাই। নাম মোঃ মোফাত আলী। তার বিয়েটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছিল। বাবা ছিলেন সেই বিয়ের মাতব্বর।... ...বাকিটুকু পড়ুন