গত কাল স্টার সিনেপ্লেক্সে Sky Fall দেখলাম - ছবির প্রথম দিন বিধায় টিকেট পেতে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল ।
Sky Fall হচ্ছে আমার দেখা বন্ড সিরিজের সবচেয়ে বাজে মুভি ।
বন্ড মুভিতে যা যা থাকার কথা তার কিছুই আমি পাই নাই ।
কেউ না বলে দিলে বোঝা মুসকিল হত যে বন্ডের কোন মুভি দেখছি ।
পুরাই হাস্যকর লাগছে ।
যারা ব্লগে মুভি রিভিউ লেখেন -তারা নিশ্চই এ ব্যপারে বিস্তারিত পোস্ট দিবেন ।
আমার মতামত-টা শেয়ার করলাম পবিত্র দ্বায়িত্ব মনে করে ।
এখন আপনি বসে বসে ভাবেন যাবেন কিনা !!!!!

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২