আসসলামুআলাইকুম লুল / ছাইয়া / ভাদা / ছাগু ও সুশীল / কুশীল ব্লগার ভাই ও বোনেরা।

আমার ব্লগীয় জীবন সামু থেকেই শুরু।কেমনে যে একটা বছর পার হইয়া গেল কিছুই মালুম নাই।
কয়েকদিন পরপর সামুতে আসিতো তাই মালুম রাখতে পারি নাইক্কা।

পোস্টটিতে অনেকেই মন্তব্য করছিল এবং প্লাসও দিছিলো অনেকে।বুঝলামনা কিছুক্ষন পর দেহি আমার পোস্টখানা গায়েব।সাথে প্রমোশন দিয়া জেনারেল বানাই দিছে।

ভাইগন আমার প্রেমিকার বিয়ে হওয়াতেও এত মন খারাপ হয়নি।

পরে অনেকদিন পোস্ট না দিয়া শুধু দেখতাম কে কি পোস্ট করে।

অনেক কিছু দেখলাম যা মডুরা মনে হয় দেখেনাই।

দেখলাম আরো ২০+ থেকে ৩০+ পোস্ট পর্যন্ত সামুতে ঝুলছে এবং নির্বাচিত ও হৈচে।হিট ও কামাইছে অনেকে।
পরে একদিন এক দোস্তে কইলো নাম কমুনা


হেরপর আবার আসলাম। তবে ছেপ(থুথু) দিয়া কান ধরছিলাম ১+ থেইক্কা ১০০+ যাই মনে আসুক আর দিমুনা সামুতে।
যাউকগা দুঃখের কতা। কইলে হুনব কেডা/ সবাই টেকা দিয়া নেট ইউজ করেন।
আসল কথায় আসি, সামুর বর্ষপূর্তিতে কি শেয়ার করব ভাইবা কুল না পাইয়া শেষমেষ ছুডুকালে যে ছকিনার লগে বাঁশঝাড়ে :> পিরিত করছিলাম।তা নিয়া আপনাগোরে হালকার উপ্রে একটু বিনুদুন দিতাছি।
ছকিনা আমায় ছিডি লিখত। পুরা ছিডি ছাপাইলে দিন শেষ হইয়া যাইব।তাই ছোট্ট কইরা কবিতার সুরে মেইল্যা ধরলাম বাকিডা আপনেরা বুইঝ্যা লইয়েন।

ওগো মোর বিলাতি
তুমি মোর জিলাপি,
আস যদি বাঁশবাগানে
কইব কথা কানে কানে।
পাশের বাড়ির আবুইল্যা
চাইয়া থাকে দুইচোখ খুইল্যা,
কি জানি কি কইতে চায়
তারে দেখলেই গা মোর জ্বইলা যায়।
তোমার আমার পিরিতি
হইবে কি কোন গতি?
ভাবি আমি সারাবেলা
করছি কি আমরা এই খেলা?
তোমার দেয়া ছিডি
বুকে লুকাই রাখি,
লেখায় তোমার আছে যাদু
ঠোঁটেও অফুরন্ত মধু।
বাহুতে তোমার আছে বল
সখিরা কয় কি হৈচে তোর বল,
তোমার সাথে কইলে কথা
জুড়ায়ে যায় মনের ব্যাথা।
কেন শিখাইলা এই পিরিতি
মন চায় দেখা করি দিবারাত্রি।
তোমার আমার আসল কথা
কইওনা কখনো যথা তথা।
তোমার দেহের প্রিয় গন্ধ
পাইলে যেন হই অন্ধ,
থাকেনা কোন হুঁশ
হই আমি পুরাই বেহুঁশ।
চুমু নিও রাশি রাশি
তোমায় আমি ভালবাসি।
রেখ আমায় বুকে সযতনে
যেন শান্তি পাই মরনে।
ভাই বেরাদারগণ ছিডিতে অনেক ভুলভাল থাকতে পারে আমার ছকিনারে মাফ কইরা দিও সবে।সে এখন ২ বাচ্ছার মা।আর তার বাচ্ছারা নাকি আমার মত দেখতে।কেমনে কী?

আর একটা কথা, সে আমারে মানা করার পরেও কিন্তু আপনাগোরে কইয়া দিছি।সুতরাং কারো কাছে বইলেন না কেমন।ভালো থাইকেন সবাই।লেখা ভালো লাগলে আরো শেয়ার করবো আগামীতে।
উৎসর্গ: সকল ব্যার্থ লুল প্রেমিকদের।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৪