আত্রেয়ীর কবিতা বউনী
বিহংগের কবিতা-বিহংগের বয়কট
সুনীল সমুদ্রের কবিতা-আজকে আমার বিকেলগুলো,অন্যকারো?
মানব মানিকের কবিতা-বারবণিতার জবানবন্দি
সিঁদুরে মেঘের কবিতা-মুখ ঢাকি লজ্জায়
কালপুরুষের কবিতা-বাবা কেন যুদ্ধে গেলো?
বাংলা সাহিত্যের ভান্ডার খুঁজে যারা ব্লগে কালজয়ী কবিতা পোস্ট করছেন ,তাদের বিনীত ধন্যবাদ।ধন্যবাদ আজহার ফরহাদ আর আব্দুর রাজ্জাক শিপনকে। আমি ব্লগেরই আরেকটি প্রিয় কবিতা আজ শেয়ার করলাম।আশাকরি ভালো লাগবে।
এক্স ফাইলসের "দখিনা বারান্দা।
আজ কতদিন হয়ে গেলো বসা হয়নি
কোন বারান্দায়, নাকি ভুল হলো
মেলেনি তেমন কোন সুযোগ আদতেই
একটা ঘুনেধরা দূর্বল আয়রন টেবিল
অস্হির কিশোরের ভার বয়ে গেছে বহুদিন
পাতলা কম্বল আর সাদা চাদরে পোড়া ক্ষত দাগ নিয়ে
পুরোনো পাঠ্যবই, নভেল, নব্য নায়িকার আমন্ত্রণ
মাখা ম্যাগাজিন আর কিছু রুপালি বইয়ের পোকা
এগুলো ছাড়া ছোটখাটো ক্রিকেট পিচ যেন
দেয়ালের ফোকর গলে একটা কাঠবিড়ালি
দেখে যায় মানুষের বাসার ইন্টেরিয়র
চড়ুইটাতো ভেন্টিলেটরে আগেই বেঁধেছে কুড়েঘর
বোনা চেয়ারে বসে ভাবতে শেখে কিশোর
ভাবে রোদে, জোছনায়, নিবিড় অন্ধকারে
টের পায়না কোনদিন সে হয়ে যায় মস্ত যুবক
বৃষ্টির পানিতে ভেজা মেঝেতে পিছলে যাওয়া জীবন
মাদুরে শরীর এলিয়ে প্রেমকথার বুনন
এগুলোর কোনটাই আজ আর নেই
সেই দখিনা বারান্দাটা ওরকমই আছে
যুবকের ভিতরে কিশোরও ঘুমিয়ে আছে চুপচাপ
কেবল যুবক কোনও এক শহরে বনে গেছে চড়ুই বা কাঠবিড়াল ।।
এক্স ফাইলসের "দখিনা বারান্দা