গতকালের ব্রেকিং নিউজ হচ্ছে,রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর বেতন দ্বিগুন করা হয়েছে।
ইহা খুবই উপযুক্ত পদক্ষেপ,কারণ তাহারা দুজন দেশের সর্বোচ্চ কর্তাব্যাক্তি!
তাদের অনেক পরিশ্রম করতে হয়!সো,তাদের বেতন বাড়বে এতে কারো আপত্তি থাকার কথা নয়!আমারও নাই!!!
কিন্তু আমার আপত্তি অন্য জায়গায়।
সদ্য অনার্স পাশ করা একটি ছেলের BCS পরীক্ষা দেওয়ার 'আবেদন' করতে কেন ৭৩০ টাকা লাগবে?বেসরকারী শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেওয়ার 'আবেদন' করতেও কেনই বা ৩৫০ টাকা লাগবে?
দেশের সকল শুশিল সমাজ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ তাদের নিজ নিজ স্বার্থে বিভিন্ন পণ্যের ও সেবার মূল্য মওকুফ বা কমানোর জন্য দাবী করে থাকেন।সেই দাবী কখনও কখনও সাধারণ মানুষের জন্যেও হয়ে থাকে কিন্তু সদ্য 'বেকার' খেতাব পাওয়া লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের এই সমস্যাটি তাদের চোখ এড়িয়ে যায়!
মধ্যবিত্ত বা গরিব ঘরের সন্তানরা অনেক কষ্ট করে অনার্স/ডিগ্রি শেষ করে যখন চাকরির বাজারে অবতির্ণ হন,তখন তাদের অহেতুক এসব ব্যায়ের সম্মুখিন হতে হয়!
একজন শিক্ষার্থী চাকরির জন্য শুধুমাত্র পরীক্ষা দিবে,
সেই পরীক্ষায় যদি টিকে তাহলে তাকে ভাইবা নামক 'ফাঁদ' পার হয়েই চাকরিতে জয়েন করতে হবে।তখন তার সেই টাকার কথা মনে থাকবে না!কিন্তু যদি প্রাথমিক পরীক্ষায় না টিকে তাহলে তার পুরো টাকাটাই 'ভোগে' যাবে!আবারো আরেক পরীক্ষার জন্য টাকা দিয়ে আবেদন করতে হবে!
আমার প্রশ্ন,কেন এই টাকার খেলা!!!
আবেদন করতে যদি টাকাই দেওয়া লাগবে তাহলে আমরা কোন উন্নত দেশের দিকে যাচ্ছি!যেখানে অনেক উন্নত দেশে 'বেকার ভাতা' দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে!
টাকা যদি একান্তই নেওয়া লাগে তাহলে প্রাথমিক পরীক্ষায় পাশ করার পরে/টিকে যাওয়ার পরে নেওয়া হোক।তাতে অন্তত আরো কিছু ছেলে মেয়ে সরকারী চাকরির মত 'উচ্চ শ্রেণীর' চাকরির প্রাথমিক পরীক্ষা বসায় সুযোগ পাবে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:১৯