''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

"আমি কাউকে অনলাইন আয়ের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি না, দিই না। তবে বলতে পারি আপনি কীভাবে আর্ন করবেন, বাকীটা আপনার কাজ"।
এরকম দু'টি বাক্য বলেই প্রিয় হাসান ভাই আড্ডাতে যোগ দিলেন। তারপর পরিচয় পর্ব শেষ করে সরাসরি তিনি চলে গেলেন মূল আড্ডায়।
হাসান ভাই দেশে এসেছেন ১৭ জুলাই। একমাস থাকার কথা দেশে। থাকবেন তাই ১৩ আগস্ট পর্যন্ত। ১৪ আগস্ট লন্ডনে পাড়ি জমাবেন।
আমরা যারা তাঁর ব্লগের নিয়মিত পাঠক মূলত তাদেরকে নিয়েই এই আড্ডাটা হলো।
যদিও সামু ব্লগের অনেকেই জানেন। তবে কী কারণে তারা এতোটা নিস্পৃহ ছিলেন বুঝতে পারিনি। হয়তো বাংলাদেশের সমসাময়িক পেয়েবল আর্নিং আড্ডার কথা চিন্তা করেই। যাই হোক।
আমাদের এই আড্ডার তারিখ এবং বিষয়বস্তু আগেই হাসান ভাইয়ের ব্লগে উল্লেখ করে দিয়েছিলেন।
আড্ডার বিষয়বস্তু ছিলো_
১. ব্লগিং, ব্লগিংয়ের বিষয়বস্তু, Niche ব্লগিং
২. অনলাইনে আয়ের কৌশল, এডসেন্স, ক্লিকব্যাংক
৩. ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং, ওর্য়াডপ্রেস, ব্লগার
৪. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল, সোশাল নেটওর্য়াকিং
যাই হোক, হাসান ভাইয়ের নির্দেশনানুযায়ী আগেই আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন সাজিয়ে নিয়েছিলাম। কিন্তু সবচে' মজার ব্যাপার হলো, আমাদের প্রশ্নগুলো কোনোই কাজে লাগেনি।
কেন?
কারণ, তিনি খুব চমৎকার একটি লেকচার শীট তৈরি করে নিয়ে এসেছিলেন। যা তিনি ডিসপ্লেতে আরও চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন। ফলে আমাদের প্রশ্নগুলো করার আগেই উত্তর পেয়ে গিয়েছিলাম।
আড্ডাটা হয়েছে খুবই প্রাণবন্তকর।
হাসান ভাই মজার মজার কথা আর উদাহরণ যোগ করে সত্যিই চমৎকার একটি উপস্থাপন করেছেন।
সবচে' বড় কথা হলো, এডসেন্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার এবং অনলাইনে আর্ন করার ব্যাপারে এতো সহজ করে, অল্প সময়ে অধিক তথ্য আর কোথাও পাইনি।
হাসান ভাইকে ধন্যবাদ।
ধন্যবাদ সামহোয়্যারইনব্লগ কর্তৃপক্ষকে। কারণ, সামুর মাধ্যমেই হাসান ভাইয়ের সাথে পরিচয়।
আড্ডার বেশ কিছু ছবি আমি তুলেছিলাম। কিন্তু অজানা কারণে ছবিগুলো হারিয়ে গেছে আমার এমপি৬ থেকে। কিংবা আমি বের করতে পারছি না।
এখানে কিছু ছবি দিলাম। সেগুলো স্পষ্ট নয়। তারপরও দিলাম। দেখে ভালো লাগতে পারে।







সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১:৫৮