আগের পর্ব পড়তে এখানে ক্লিক করুন ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
এই লেখাটি / পোস্টটি ব্লগার-
হাসান
ত্রিভুজ
মিলটন ভাইকে
এবং যাদের সহায়তায় আমি অনলাইন আয় সম্পর্কে জেনেছি, জানছি- তাদের সবাইকে উৎসর্গ করা হলো।
_._._._._._._._._._._._._._._._._._._._._._._._._._._
সামহোয়্যারইন ব্লগে যারা আসেন কিংবা অনলাইনের সাথে জড়িত আছেন তাদের সবাই কমবেশি গুগল এডসেন্স-এর কথা শুনেছেন বলেই আমার মনে হয়।
অনলাইনে নিয়মিত হওয়ার আগে বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেখতাম প্রায়ই (এখনও দেখি), ঘরে বসে আয় করুন।
কিন্তু কীভাবে ঘরে বসে আয় করা যায়, ব্যাপারটা আমার ভালো জানা ছিলো না।
তো এরকম করতে করতেই এক সময় ব্লগের সাথে জড়িত হয়ে ব্যাপারটা জানতে পারি।
এবং ত্রিভুজ নামক ব্লগারের পোস্ট পড়ে জানতে পারি এ ব্যাপারে আরও বিস্তারিত।
ত্রিভুজ ভাই এতো সহজ করে পোস্ট গুলো দিয়েছিলেন যে, পড়ে পড়ে আমার মতো আনাড়িও বিনামূল্যে ব্লগ তৈরি করে এডসেন্স ব্যবহার করতে পেরেছিলাম।
আমার অভিজ্ঞতা থেকে যা বুঝতে পেরেছি, ঘরে বসে আয় করা যায় এটা যেমন সত্যি তবে যারা এটাকে ছেলের হাতের মোয়া মনে করেন তাদের জন্য এটা সম্ভব নয়, এটাও সত্যি।
ব্লগার হাসান ভাই একবার একটা ক্যালকুলেশন করে উদাহরণ দিয়েছিলেন এডসেন্স সম্পর্কে। উনার মন্তব্যটা বোধহয় এরকম ছিলো_ আপনি একটা অফিসে সারাদিন পরিশ্রম করে মাস শেষে কত টাকা পান? ১০ হাজার কিংবা ২০ হাজার?
সেজন্য আপনাকে দৈনিক মিনিমাম ৮ ঘণ্টা খাটতে হয়। তো সে হিসেবে আপনি ঘরে বসেই আয় করুন। কিন্তু আপনাকে খাটতে হবে। ব্যাপারটা এমন নয় যে, আপনি ঘরে বসে থাকবেন আর টাকা আয় হতে থাকবে!
আমার এডসেন্স একাউন্ট একবার ব্যান হয়েছিলো । তাই এখন আমি সতর্ক। কাউকে বলি পর্যন্ত না যে, আমার একটা ওয়েব সাইট আছে একটু দেখবেন।
কারণ, আমি মনে করি ওয়েবসাইটটি রিলায়েবল হলে এম্নিতেই ইউজারকারী বেড়ে যাবে।
যাই হোক, তারপরও আমার কিছু কমন প্রবলেম আছে এডসেন্স নিয়ে। সম্ভবত নতুন সব এডসেন্স ব্যবহারকারীদেরই এই সমস্যাগুলো আছে।
যেমন_
১. ওয়েবসাইট আপডেট বা নতুন কোনো পোস্ট দিতে গিয়ে দেখা যায় পেজে প্রচুর ইমেপ্রেশন পড়ে এটার কোনো নেগেটিভ দিক আছে কিনা?
২. কাউকে মেইল করে এডসেন্স সংবলিত ওয়েবসাইটের এড্রেস দেয়া যাবে কিনা? কিংবা মেইলের সিগনেচার হিসেবে এডসেন্স সংবলিত ওয়েবসাইটের নাম ব্যবহার করা যাবে কিনা?
৩. অন্য কোনো সাইটে এডসেন্স সংবলিত ওয়েবসাইটের এড্রেসের লিংক রাখা যাবে কিনা? কিংবা কোনো ফোরামে পোস্ট আকারে এডসেন্স-এর এনিমেটেড ফিড দেয়া যাবে কিনা?
৪. প্রচলিত একটা ধারণা, একই কম্পিউটার থেকে এডসেন্স-এর উপর বারবার ক্লিক করা যাবে না। এটা কি ঠিক? যদি ঠিক হয়, তাহলে কেউ যদি আমার গুগল এডে বার বার ক্লিক করতে থাকে? তাহলে কী হবে?
৫. আমার কিছু ইংরেজি আর্টিক্যাল পত্রিকায় ছাপা হয়েছে। যে পত্রিকাগুলো অনলাইনে আছে, ঐ পত্রিকাও এডসেন্স ব্যবহার করে। ঐ আর্টিক্যালগুলো কি আমি আমার সাইটে রাখতে পারবো, যে সাইটে গুগল এডসেন্স-এর এড আছে?
৬. অনলাইনে যেসব বই, পত্রিকা, ভিডিও, এমপিথ্রি, নাটক, সিনেমা মুভি ফ্রি ডাউনলোড করা যায়, সেগুলোর লিংক আমার সাইটে রাখতে পারবো কিনা?
৭. বাংলাদেশের কোন ব্যাংকে এডসেন্সের চেক ভাঙানো যায়? কত টাকা চার্জ কাটে?
এরকম আরও কিছু প্রবলেম আছে আমার। যা এ মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়লে পরবর্তী পোস্ট দেবো।
.....................................................................
এডসেন্স ব্যবহারকারী নতুন-পুরাতমন সবাই যদি তাদের অভিজ্ঞতাগুলো এখানে মন্তব্য আকারে শেয়ার করেন তাহলে বোধহয় অনেকেই উপকৃত হতে পারতো...