আগের পর্ব পড়তে এখানে ক্লিক করুন ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
এই লেখাটি / পোস্টটি ব্লগার-
হাসান
ত্রিভুজ
মিলটন ভাইকে
এবং যাদের সহায়তায় আমি অনলাইন আয় সম্পর্কে জেনেছি, জানছি- তাদের সবাইকে উৎসর্গ করা হলো।
_._._._._._._._._._._._._._._._._._._._._._._._._._._
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কী জিনিস আমি তখনো জানি না। ব্যাপারটা জানলাম আলু ব্লগে এক ব্লগারের লেখা পড়ে। নতুন একটা বিষয় জানতে পেরে ভালো লাগলো। আমি এতোদিন ভাবতাম, বাংলাদেশের মানুষরাই তো আমার সাইট / ব্লগ দেখবে। তাছাড়া আমি আর মানুষ কোথায় পাবো?
অথচ হাসান ভাইয়ের এসইও'র উপর পোস্ট পড়ে সেই ধারণা আমার একেবারে ভেঙে গেলো। হাসান ভাইকে খুঁজতে খুঁজতে দেখলাম, তিনি সামুর অনেক পুরনো ব্লগার। আমি আবার সামু ব্লগের নিয়মিত ব্লগার হলাম। রাত জেগে জেগে ওনার নতুন পুরনো সব পোস্টগুলো পড়ে ফেললাম। কিছু বুঝলাম আর কিছু একেবারেই বুঝলাম না।
এক পোস্টে দেখলাম, ওনার ব্যক্তিগত বাংলা ব্লগ সাইট আছে। কারও কোনো প্রশ্ন থাকলে সেখানের যোগাযোগ অংশে ক্লিক করে নির্ধারিত ফরমে জানিয়ে দিলেই তিনি জবাব দেবেন।
একদিন একটা প্রশ্ন করলাম। কিন্তু আদৌ জবাব পাবো কি-না শিউর ছিলাম না।
তবে ওনার ব্যক্তিগত ব্লগে গিয়ে একটা লাভ হলো। দেখলাম ওখানে আরও সুন্দর করে তিনি গুগল এডসেন্স, হোস্টিং, ডোমেইন-উপর নানা ট্রিকস এন্ড টিপস, ওয়ার্ডপ্রেসসহ নানা বিষয়ে লিখে রেখেছেন। ওগুলো পড়লাম।
রাতে মেইল চেক করতে গিয়ে দেখি সত্যি সত্যি জিন্নাত উল হাসান ভাইয়ের কাছ থেকে একটা রিপ্লাই এসেছে। যেখানে তিনি লিখেছেন- তিনি এখন অফিসে, বাসায় পৌঁছেই জবাব দেবেন। এবং আনন্দের কথা হচ্ছে, ওটা অটোমেইল ছিলো না। আমি ওনার ব্যক্তিগত ব্লগের লেখাগুলো পড়ে মন্তব্য করি- মন্তব্য বলতে ঐ পোস্টে কোন ব্যাপারটা বুঝতে পারিনি, আরও কী ধরণের লেখা চাই এইসব ব্যাপারে... দেখলাম তিনি খুব সুন্দর করে এবং গুরুত্বের সাথে জবাব দেন।
আমি সামু ব্লগের পাশাপাশি ওনার ব্লগেও নিয়মিত হয়ে পড়লাম। ওনার বাংলা ব্লগ থেকে জানতে পারলাম, এসইও'র উপর উনার আরেকটা সাইট আছে।
খুঁজে খুঁজে আমি ওখানেও গেলাম। প্রথম কিছুই বুঝলাম না। প্রথম কয়েকদিন এম্নি এম্নি ওনার আইএসইও ফোরামে গিয়ে লগিন করে থাকতাম। হাসান ভাইয়ের বাংলা ব্লগে ওনাকে কয়েকবার বললাম, আইএসইও ফোরামের বিভিন্ন ফিচারগুলো নিয়ে বাংলায় একটা পোস্ট দেয়ার জন্য। তিনি দেবেন বলেও দেননি।
বাধ্য হয়ে আস্তে আস্তে আইএসইও ফোরামের ব্যাপারগুলো ধাতস্ত করার চেষ্টা করলাম। এখন মোটমুটি আমার কাছে ক্লিয়ার।
ঐ ফোরামে বিভিন্ন বিষয় এমন সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে, আপনার খুব ভালো লাগে।
আইএসইফোরামে যেতে এখানে ক্লিক করুন ।
তাছাড়া ওনার বাংলা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সাইটে যেতে এখানে ক্লিক করুন ।
হাসান ভাইয়ের আইএসইও ফোরামে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চলতি মাসে সর্বোচ্চ পোস্টদাতা ও মন্তব্যকারীর জন্য রয়েছে একটি ডোমেইন পুরস্কার। ওনার ফোরামের টপ পোস্টারের তালিকায় চলতি মাসে এখন পর্যন্ত আমার নাম রয়েছে। টপ লিস্টারের নাম দেখতে এখানে ক্লিক করুন ।
কেউ যদি ডোমেইন জেতার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
যাই হোক, এখন এই পর্যন্তই থাক। পরের পর্বে গুগল এডসেন্স নিয়ে অভিজ্ঞতাগুলো লেখার চেষ্টা করবো... এই পর্বে এসে লেখার শিরোনামটি চেঞ্জ করে দিলাম...
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫১