ঐ দেখ আকাশ পথে চলছে আকাশ রেল
কু ঝিক ঝিক নেই তবু চলছে ছাড়া তেল।
ঝা চকচক বগিগুলো, দরজা খোলে অটো
এলে প্রথম, সবাই তোলে সেল্ফি বা ফটো।
ষ্টেশনগুলো ডিজিটাল, দারুন ডিজাইন রুপ
ঢুকেই মনে হয়, বুঝি এলাম ইউরোপ।
অটো বুথে টাচস্ক্রিনে কাটি রেলের টিকেট
টাচ করলেই যায় খুলে অটোমেটিক গেট।
এস্কেলেটরে ঊঠে দাড়াই, আপনি চলে সিড়ি
যায় কি চলে ট্রেন, কতেক ছোটে তাড়াতাড়ি।
জ্যাম নেই, ট্রাফিক নেই ছোটে আকাশ রেল
উন্নয়নের দারুন প্রমাণ, মারছি না ভাই তেল!
দু ঘন্টার পথ বিশ মিনিটে যাচ্ছি ছু’ করে
সত্যি এবার গতি এলো ঢাকার শহরে।।
স্বপ্ন যেন সত্যি হলো- ওয়াও, চিল, কুল,
হাওয়ায় ভেসে যাচ্ছি যেন চড়ে আকাশ রেল।।
ছবিসূত্র:ছবি সূত্র
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৭