আমরা স্বাধীন!
স্বাধীনতা পেয়েছি স্ব-অধীন হবো বলে
আজো কেন তবে সেই একই হাল!!!!!!!!!
আমরা স্বাধীন!
স্বাধীন বলেই ভিন্নমত গুম হয়ে যায়
ইতিহাসের নাকাড়া বাজে উল্টো হাওয়ায়
কোথায় সিরাজ শিকদার প্রতিধ্বনি তোলে
ইলিয়াস আলী সালাউদ্দিনে!
আমরা স্বাধীন!
স্বাধীন বলেই তোতার গলায় ফাসির রজ্জু
বনের মুক্ত পাখিতো আর রাজনীতি বোঝেনি
মালিকের সাথে সাথে বলতো
তুই স্বৈরাচার! তুই স্বৈরাচার!!!!
আমরা স্বাধীন!
স্বাধীন বলেই সত্য বলতে গেলে
সাগর রুনি হতে হয়! শাপলা চত্ত্বর বধ্যভূমি!
পিলখানায় দেশ হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের!
চোখ বাধা আদালত -ন্যায় বিচার!কানার হাট বাজার??
আমরা স্বাধীন!
স্বাধীন বলেই ফেলানী ঝুলে রয় পতাকা হয়ে!
সীমান্তে অপহৃত অফিসার-আহত হয়ে ফিরে আসে
স্বাধীনতা দিবসের উপহার হয়ে! ভাগ্যবান বলেই
আমজনতার লাশের মিছিলে সামিল হয়নি!
আমরা স্বাধীন!
স্বাধীন বলেই আমজনতার মত মূল্যহীন!
গণতন্ত্র, ভোটাধিকার অর্থহীন! চেতনার স্বার্থে
বদলে যায় -প্রচলিত সত্য বোধ বিবেক
স্বৈরাচারের পদলেহী সুশীলতায়ও নির্লজ্জ!
আমরা স্বাধীন!
স্বাধীন বলেই কাপুরুষ ক্লিবতায়
মিথ্যা, অন্যায় আর নিয়ত অবিচারেও
পাশকাটিয়ে চলি, আমি কি করব! স্বার্থপরতায়
বিবেকের গলাটিপে ধরি তেলাপোকা তত্ত্বে!
অত:পর
একুশ ছাব্বিশে ফুল দিয়ে, পহেলা বৈশাখে পান্তা গিলে
চেতনায় সিনা ছত্রিশ করে -ইয়াবা, সিসা কিংবা হাল চেতনায়
বুদ ! হিন্দি সিরিয়াল. সিনেমা, লাইভে আহা উহু করে
জান্তব মিলন শেষে তৃপ্তি!র টক ঢেকুর! অাহ কি স্বাধীন!!!
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২১