বেশ কিছুদিন থেকে একটা ওয়ারিদ নাম্বার থেকে আমাকে কল করে। রাতে সাধারনত বাচচার সমস্যা হবার কারণে ফোন বন্ধ করেই ঘুমাই, কিন্তু সকালে ফোন ওপেন করলে মিসড্ কল এ্যালার্টে দেখি ফোন করেছে রাত ১টা ২টার দিকে। আবার ভোর ৬টা সাতটার দিকেও করে। ব্যাক করলে প্রায় দেখি রিচ করছেনা। মাঝে কয়েকবার তার ফোন রিসিভ করলাম কিন্তু কথা বলেনা। শেষে যখন বললাম আমি থানায় কম্প্লেইন করব, তারপর ক'দিন বন্ধ হল। এরপর কাল থেকে দেখি সেই নাম্বার থেকে আমার বৌরে ফোন দিসে।



বুঝলাম যে সে আমাদের কমন পরিচিত।
ওয়ারিদের ফ্র্যাঞ্চাইজে গেলাম খোঁজ নিতে। মামুরা সেই কমন ডায়ালগ দিলো যে কাস্টমার ইনফর্মেশন আমাদের কাছে থাকেনা। বুঝলাম, তারা আমাকে ইনফর্মেশন দেবেনা।




এখন আমাকে কেউ কি সাহায্য করতে পারেন এই নম্বরের বিষয়ে তথ্য কি ভাবে পেতে পারি? আমি চাইনা থানা পুলিশ কে জানাতে। চাইলে সে ব্যাটার কান ধরে হিড়হিড় করে টানিয়ে আনতে পারি। কিন্তু আমি স্রেফ তার পরিচয় জানতে চাই।
প্লিজ কেউ কোনভাবে হেল্প করতে পারলে জানাবেন।
প্রাইভেসির কারণে তার নম্বরটা আপাতত দিচ্ছিনা। তবে দরকার হলে দেব।
আমার ইমেইল এ্যাড্রেস দিলাম। কোন সহৃদয় ব্লগার পার্সোনালি কোন ইনফো দিতে পারলে প্লীজ মেইল করবেন। আর এখানে পোস্টে জানাবার মতো থাকলে এখানেই জানান।
কৃতজ্ঞতা আগাম প্রকাশ করলাম।
bidroho0@yahoo.com