সবাইকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানাই।
আর কিছুক্ষনের মধ্যেই আমাদের মাঝখান থেকে পবিত্র রমযান মাস বিদায় নেবে। রমযান মাস রহমতের, বরকতের, মাগফিরাতের মাস।
সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হল এই মাসের পুরোটা সময় ধরে আমাদের মৃত নিকটাত্মীয়; কারো বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদী, নানা, নানী সহ অনেকেই যাঁরা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এঁদের রুহ আমাদের সাথে ছিলেন। তাঁরা প্রতিনিয়ত আমাদের পাশে পাশে থেকেছেন আর লক্ষ্য করেছেন, তাঁদের রুহ এর মাগফিরাতের জন্য আমরা কি করছি। আমরা মহান আল্লাহর দরবারে দোআ করছি কি না; কোন এবাদত করছি কি না; কোন দান খয়রাত করছি কি না। যদি করে থাকি তাহলে তাঁরা খুবই খুশী হন। শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে তাঁরা আমাদের ছেড়ে আবার পরবর্তী ১১ মাসের জন্য কঠিন কবরে ফিরে যান।
যাঁরা অনেক দোআ লাভ করে যান, তাঁরা এসময় থাকেন হাসি খুশী। আর যেসব রুহগন নিকটাত্মীয়ের কোন দোআ পান না তাঁরা বিষন্ন মনে কবরে ফিরে যান।
আসুন, আর একটু সময় আছে মাগরিবের। আমরা আমাদের নিকটাত্মীয়দের জন্য যতটুক পারি দোআ দরূদ পড়ি যেন মহান আল্লাহ তাঁদের জান্নাতবাসী করেন, তাঁদের রূহ যেন শান্তিতে থাকেন, যেন তাঁদের গোর আযাব মাফ করে দেওয়া হয়।
আমীন।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
....................................................................................
বিঃদ্রঃ এ বিষয়ে কোন রেফারেন্স দেয়া বা বিতর্ক করার আমার ইচ্ছা নাই। যার মন চায় গ্রহন করবেন, না চাইলে না।
ধন্যবাদ।